Friday, 4 September 2015

বন্ধ কলকারখানা নিয়ে নাগরিক সভা

সারা দেশ জুড়ে ও এ রাজ্যেও হাজার হাজার কলকারখানা বন্ধ এবং নিত্য বন্ধ হয়ে চলেছে। কীভাবে বেঁচে আছেন বন্ধ কারখানার শ্রমিকেরা? বন্ধ কারখানার ভবিষ্যতই বা কী? এ নিয়ে কর্পোরেট মিডিয়া বা প্রধান রাজনৈতিক দলগুলির কোনও হেলদোল নেই। তবে কেউ কেউ রাত জাগেন, নিরন্তর কাজ করে চলেছেন এই অন্যতম প্রধান রাজনৈতিক ও সামাজিক সমস্যাটি নিয়ে..
আগামী ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টে থেকে কলকাতার মৌলালী যুব কেন্দ্রে এই সমস্যা নিয়ে গণ-আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে একটি নাগরিক সভা হতে চলেছে 'বন্ধ কারখানা ও অসংগঠিত শিল্প শ্রমিকদের সংযুক্ত সংগ্রাম কমিটি'র উদ্যোগে.. আপনিও আসুন..
উল্লেখ্য, 'একক মাত্রা'র নভেম্বর ২০১৫ সংখ্যার প্রচ্ছদ বিষয় - 'বন্ধ কলকারখানা'।

No comments:

Post a Comment