The most popular blog of our bi-monthly magazine (একক মাত্রা) in Bangla on contemporary socio-economic and cultural issues.. মগজে দিন শান/ নয়তো মিলিয়ে যান... Also visit our online version: https://www.ekakmatra.in
Thursday, 28 January 2016
Monday, 25 January 2016
Friday, 22 January 2016
সুমন ও দুই ছাগলের গল্প
এবিপি আনন্দের মহান সাংবাদিক সুমন এক কৃষকের সাক্ষাৎকার নিচ্ছে-
সুমন: তুমি ছাগল দুটোকে কী খেতে দাও?
কৃষক: কোন ছাগলটাকে, সাদাটাকে না কালোটাকে?
সুমন: কালোটাকে?
কৃষক: ঘাস।
সুমন: আর সাদাটাকে?
কৃষক: ওটাকেও ঘাস খেতে দিই।
সুমনঃ তুমি ছাগল দুটোকে কোথায় বেঁধে রাখো?
কৃষক: কোন ছাগলটাকে, সাদাটাকে না কালোটাকে?
সুমনঃ কালোটাকে।
কৃষক: গোয়ালে, একটা খুঁটির সাথে।
সুমনঃ আর সাদাটাকে?
সুমন: তুমি ছাগল দুটোকে কী খেতে দাও?
কৃষক: কোন ছাগলটাকে, সাদাটাকে না কালোটাকে?
সুমন: কালোটাকে?
কৃষক: ঘাস।
সুমন: আর সাদাটাকে?
কৃষক: ওটাকেও ঘাস খেতে দিই।
সুমনঃ তুমি ছাগল দুটোকে কোথায় বেঁধে রাখো?
কৃষক: কোন ছাগলটাকে, সাদাটাকে না কালোটাকে?
সুমনঃ কালোটাকে।
কৃষক: গোয়ালে, একটা খুঁটির সাথে।
সুমনঃ আর সাদাটাকে?
কৃষক: ওটাকেও গোয়ালে ওই একই
খুঁটির সাথে।
সুমন: ছাগল দুটোকে কী দিয়ে পরিস্কার রাখো?
কৃষকঃ কোন ছাগলটা সাদাটাকে না কালোটাকে?
সুমন: কালোটাকে?
কৃষকঃ জল দিয়ে চান করাই।
সুমন: আর সাদাটাকে?
কৃষকঃ ওটাকেও জল দিয়ে চান করাই।
সুমন (প্রচণ্ড রেগে গিয়ে)- শালা... দুটো ছাগলের সাথেই যখন সব কিছু একরকম হচ্ছে তখন বার বার আমাকে জিজ্ঞাসা করছো কেন সাদা ছাগলটা না কালো ছাগলটা?
কৃষকঃ কারণ, কালো ছাগলটা আমার।
সুমন: ছাগল দুটোকে কী দিয়ে পরিস্কার রাখো?
কৃষকঃ কোন ছাগলটা সাদাটাকে না কালোটাকে?
সুমন: কালোটাকে?
কৃষকঃ জল দিয়ে চান করাই।
সুমন: আর সাদাটাকে?
কৃষকঃ ওটাকেও জল দিয়ে চান করাই।
সুমন (প্রচণ্ড রেগে গিয়ে)- শালা... দুটো ছাগলের সাথেই যখন সব কিছু একরকম হচ্ছে তখন বার বার আমাকে জিজ্ঞাসা করছো কেন সাদা ছাগলটা না কালো ছাগলটা?
কৃষকঃ কারণ, কালো ছাগলটা আমার।
সুমনঃ আর সাদা ছাগলটা?
কৃষকঃ ওটাও আমার।
এই শুনে সুমন অজ্ঞান। যখন জ্ঞান ফিরলো তখন কৃষক সুমনকে বললঃ এবার বুঝলি যখন টিভিতে একই খবর বারবার বলে আমাদের কানের পোকা মেরে দিস তখন আমাদের কেমন লাগে?
কৃষকঃ ওটাও আমার।
এই শুনে সুমন অজ্ঞান। যখন জ্ঞান ফিরলো তখন কৃষক সুমনকে বললঃ এবার বুঝলি যখন টিভিতে একই খবর বারবার বলে আমাদের কানের পোকা মেরে দিস তখন আমাদের কেমন লাগে?
Friday, 15 January 2016
ম্যাগ মেলার সংক্রান্তি
শুনুন শুনুন শুনুন,
কবির দোস্তো, লাইমলাইটে অভ্যস্ত, পকেটে নিয়ে রেস্ত যারা যারা অল্প এবং বিস্তর কালচার করার পিপাসা নিয়ে নন্দন একাডেমি চত্বর কাঁপিয়ে বেড়ান, লিটল ম্যাগাজিন মেলার অদ্যই শেষ রজনী - সংক্রান্তি। মেলায় অংশগ্রহণকারী সংবিগ্ন সৈনিককুল নিজ নিজ অস্ত্র-বর্মে পড়ুন বিলবই, কার্বনকাগজ, কলম, লিফলেটে সজ্জিত হয়ে টেবিল বাগিয়ে গেঁড়ে বসে থাকবে রাত্তির আটটা অবধি কেবল আপনার জ্ঞান ও সাহিত্য পিপাসা মেটাতে।
দশ টাকার বই পাঁচ টাকায়, একটার দামে দুইখানা বই বাগানোর সুলুক ও সন্ধান করতে হলে; বইমেলা ঘোরার সঙ্গি বাছাইপর্বের ইতিবাচক সমাপ্তি ঘোষণা করতে হলে; দু ঘন্টার মধ্যে চার কাপ চা ও ছটা সিগারেটের শ্রাদ্ধ করতে হলে; আলোকপ্রাপ্তদের সঙ্গে একই ফ্রেমে বিরাজ করতে হলে; মুক্তমঞ্চে নিরন্তর বয়ে চলা কবিতার স্রোতে পা ডোবাতে হলে; অকারণে চমস্কিকে স্মরণ করতে হলে; এবং অবশ্যই বেলাশেষে কণিকা বন্দ্যো স্কুল অফ টেগোর সং এর প্রথম সারির শিল্পী রেজোয়ানা চৌধুরীর গান শুনে আহা বাহা করতে হলে আপনাকে আজ আসতে হবেএএএএএএএএ!
কবির দোস্তো, লাইমলাইটে অভ্যস্ত, পকেটে নিয়ে রেস্ত যারা যারা অল্প এবং বিস্তর কালচার করার পিপাসা নিয়ে নন্দন একাডেমি চত্বর কাঁপিয়ে বেড়ান, লিটল ম্যাগাজিন মেলার অদ্যই শেষ রজনী - সংক্রান্তি। মেলায় অংশগ্রহণকারী সংবিগ্ন সৈনিককুল নিজ নিজ অস্ত্র-বর্মে পড়ুন বিলবই, কার্বনকাগজ, কলম, লিফলেটে সজ্জিত হয়ে টেবিল বাগিয়ে গেঁড়ে বসে থাকবে রাত্তির আটটা অবধি কেবল আপনার জ্ঞান ও সাহিত্য পিপাসা মেটাতে।
দশ টাকার বই পাঁচ টাকায়, একটার দামে দুইখানা বই বাগানোর সুলুক ও সন্ধান করতে হলে; বইমেলা ঘোরার সঙ্গি বাছাইপর্বের ইতিবাচক সমাপ্তি ঘোষণা করতে হলে; দু ঘন্টার মধ্যে চার কাপ চা ও ছটা সিগারেটের শ্রাদ্ধ করতে হলে; আলোকপ্রাপ্তদের সঙ্গে একই ফ্রেমে বিরাজ করতে হলে; মুক্তমঞ্চে নিরন্তর বয়ে চলা কবিতার স্রোতে পা ডোবাতে হলে; অকারণে চমস্কিকে স্মরণ করতে হলে; এবং অবশ্যই বেলাশেষে কণিকা বন্দ্যো স্কুল অফ টেগোর সং এর প্রথম সারির শিল্পী রেজোয়ানা চৌধুরীর গান শুনে আহা বাহা করতে হলে আপনাকে আজ আসতে হবেএএএএএএএএ!
Thursday, 14 January 2016
Wednesday, 6 January 2016
Friday, 1 January 2016
Subscribe to:
Posts (Atom)