Thursday, 27 August 2020

মগজে দিন শান...

আন্তর্জালে 'একক মাত্রা'

সঞ্জয় মজুমদার 

 

https://www.ekakmatra.org/p/about-us.html
 

২৫ মার্চ ২০২০। ভারতে লকডাউন প্রক্রিয়া চালুর পর থেকে 'একক মাত্রা'র বর্তমান ভূত ভবিষ্যত নিয়ে পত্রিকা কর্মীরা গভীর উদ্বেগের মধ্যে কাটিয়েছি। একটাই প্রশ্ন আমাদের মনের কোণাখামচিতে ঘুরঘুর করছিল: আবার মাথা তুলে দাঁড়াতে পারব তো? 


প্রশ্ন নিয়ে চুপচাপ বসে থাকেনি 'একক মাত্রা'। করোনা, লকডাউন, সামাজিক দূরত্বের ঘোর কাটতে মাস তিনেক লেগে গেলেও চোয়াল শক্ত হচ্ছিল আস্তে আস্তে। মেরুদণ্ড সোজা রেখে মগজে শান দেওয়ার অঙ্গীকার করা আছে যে। অতএব, মিলিয়ে যাওয়ার প্রশ্নই নেই। 


প্রথম ধাপেই 'একক মাত্রা'র মুদ্রণ সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কর্মীদের, যারা তালাবন্ধের অনিবার্য উদ্বেগে দিন কাটাচ্ছিলেন, তাঁদের পাশে সাধ্যমতো আর্থিক সাহায্যে নিয়ে দাঁড়ানো হয়। হয়তো প্রয়োজনের তুলনায় তা অকিঞ্চিৎকর, তবু বিপদে 'পাশে আছি'র উষ্ণ বার্তাটুকু পৌঁছে দেওয়ার আন্তরিক চেষ্টা। এর মধ্যেই আমফানের বিষাক্ত ছোবল খেয়েছি সবাই, যা সামলাতে আবার মাসখানেকের নীরবতা। উদ্বেগ তখন মিলিয়ে যাওয়ার ভয়াবহ আশঙ্কার চেহারা নিয়েছে। 


'একক মাত্রা' এরপরেও হার মানেনি। পরিবার পরিজন প্রতিবেশী কর্মস্থল এইসব নানান স্বাভাবিক অস্বাভাবিক ম্যাও সামলানোর পাশাপাশি পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা সমান্তরালে চালিয়ে গিয়েছি আমরা। এত কিছুর অবতারণা শুধুমাত্র 'একক মাত্রা'র লড়াইকে প্রচারের আলোয় আনার উদ্দেশ্যে নয়, লিটল ম্যাগাজিনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল উদ্যোক্তা ও কর্মীদের জন্যই বলা- একটু সাহস করে এগিয়ে আসুন, লিটল ম্যাগাজিনের ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি, যাবেও না। করোনা, অনলাইন-ডিজিটাল মাধ্যম, মুদ্রণ মাধ্যম, সোশ্যাল মিডিয়া ইত্যাদি মিলিয়ে আমরা সকলেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। স্পিড ব্রেকার এসে গেলে বা গাড্ডায় পড়লে গাড়ি ফার্স্ট গিয়ারে নামিয়ে আনতে হয়, এ তো জানাই আছে, পরিস্থিতির বিচারে কিছুটা পথ স্টার্ট বন্ধ করেই গড়াতে হয়। ভয় পেলে চলবে না, ইচ্ছাশক্তির ইগনিশন চাবি তো হাতেই আছে, শুধু মনটা দরকার।


প্রতিকূল পরিস্থিতিতে পরিকল্পনার আঁচ দ্বিতীয় ধাপে এসে বাস্তবায়নের পথে এগোল। আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক অনিন্দ্য ভট্টাচার্যের ঐকান্তিক প্রচেষ্টায় 'একক মাত্রা' ব্লগপোস্টে নিয়মিত লেখা শুরু হল। পাঠকেরা তাঁদের লেখা উৎসাহের সাথে পাঠাতে শুরু করলেন। ইতিউতি আগেও হচ্ছিল এসব। তবে কঠোর লকডাউনের সময়ে, খড়কুটোর মতো ব্লগপোস্টকেই 'একক মাত্রা' আঁকড়ে ধরল। অর্থাৎ, গাড়ি অন্তত গড়াতে থাকল। অনিন্দ্যদার উদ্যোগে 'একক মাত্রা'র গ্রাহকেরা এবং আপাত অপরিচিতরাও দ্বিগুন উৎসাহে বহমান সময়ের সাথে ঘটতে থাকা বিভিন্ন বিষয় ভিত্তিক লেখা পাঠালেন। 'একক মাত্রা'র ব্লগপোস্ট আরও জনপ্রিয় হল এবং তার ঢেউ আমাদের, মানে পত্রিকা কর্মীদের মনে বেশ আশা-ভরসা জোগাল। আক্ষরিক অর্থেই প্রতিষ্ঠাতা সম্পাদকের গুরুদায়িত্ব পালন করলেন অনিন্দ্যদা।


সম্পাদকমণ্ডলী ও পত্রিকার কাজের সঙ্গে যুক্ত কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত পরবর্তী পর্যায়ের পরিকল্পনা ও চিন্তাভাবনার আদান-প্রদান জারি রইল। অমিত চৌধুরী, তুষার চক্রবর্তী, সুমিত ঘোষ, অরূপ ভট্টাচার্য, সোমনাথ গুহ, ভাস্কর গুপ্ত, সোমা বিশ্বাস, মনসিজ দত্ত ও আরও সকলে এবং সুদীর্ঘ বছর ধরে 'একক মাত্রা'র সময়ে দুঃসময়ে যারা চিন্তাভাবনা সহ বিভিন্ন সক্রিয় সাহায্যের হাত বাড়িয়েছেন, প্রত্যেকের সুপরামর্শ এই সময়ে স্মরণীয় হয়ে থাকবে। এরই ফলশ্রুতি, পরীক্ষামূলকভাবে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে গুগল প্লাটফর্মে নিখরচায় 'একক মাত্রা' ওয়েবসাইট তৈরির প্রচেষ্টা। উদ্দেশ্য একটাই, 'একক মাত্রা'র যাবতীয় কর্মকাণ্ডকে পরিপূর্ণভাবে আন্তর্জাল মাধ্যমে কেন্দ্রীভূত করে ফেলা। 


তৃতীয় এবং 'এই-শেষ-নয়' পর্যায়ে 'একক মাত্রা' ২৬ আগস্ট ২০২০ বুধবার রাত্রি ৮টায়  'করোনা: ভয়-ভীতি ও আশ্বাস' শিরোনামে ভার্চুয়াল আড্ডায় 'একক মাত্রা'র ওয়েবসাইট www.ekakmatra.org-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল। সম্পূর্ণ সামাজিক দূরত্ববিধি মেনেই 'একক মাত্রা' আঞ্চলিকতার গণ্ডি ছাড়িয়ে গ্লোবাল অস্তিত্বে রূপান্তর পেল। শুরুতে কী কী রইল এই ওয়েবসাইটে?


১) ২০১৯-এ বিশ বছর অতিক্রান্ত  'একক মাত্রা'র সাম্প্রতিক এবং পুরনো সংখ্যার মুদ্রিত কপির কেনাবেচার অনলাইন ব্যবস্থা।


২) এ যাবৎ 'একক মাত্রা'র ঘরোয়া আড্ডায় যা কিছু ভিডিও করা সম্ভব হয়েছিল এবং হতে থাকবে, সেইসব অমূল্য রত্নে সাজানো ভিডিও গ্যালারীর লিঙ্ক। 


৩) বিগত বছগুলি এবং ভবিষ্যতের 'একক মাত্রা'র বহুধা-বিস্তৃত কর্মকাণ্ডের স্থিরচিত্রের প্রদর্শনীর ভাণ্ডার। আসলে, 'একক মাত্রা'র শিকড় সময়ের সাথে কতটা গভীরে পৌঁছেছে তারই প্রমাণস্বরূপ এই স্থির ও চলমান চিত্র গ্যালারী বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোলা থাকবে। একটি পত্রিকার প্রবহমান সংস্কৃতিকে বুঝতে তা পাঠক ও উৎসাহীদের অবশ্যই সাহায্য করবে। স্থিরচিত্র গ্যালারীতে রাখা ছবিগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য উল্লেখ না করে পারছি না‌। আমাদের আরেক কার্যনির্বাহী সম্পাদক তরুণ তুর্কি অরুনাভ বিশ্বাসের পাহাড় থেকে সমুদ্র, লিটল ম্যাগাজিন মেলায় 'একক মাত্রা'র উজ্জ্বল উপস্থিতি কেন্দ্রীক অদম্য উৎসাহের কোলাজ এই গ্যালারিতে ধরা আছে। অরুণাভই এইসব ছুটোছুটির প্রধান কাণ্ডারী। লকডাউনে আপাতত সে সব বন্ধ আছে। তবে লিটল ম্যাগাজিন মেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আবার হতে শুরু করবে এবং যথারীতি অরুণাভর নেতৃত্বে আমরা আবার এইসব ছোটাছুটি সোৎসাহে শুরু করে দেব।


৪) 'একক মাত্রা' ব্লগপোস্টে পাঠানো সমস্ত লেখা বা বলা ভালো পোস্ট-এর উজ্জ্বল সংগ্রহ।


৫) 'একক মাত্রা' ফেসবুক রিডার্স গ্রুপের লিঙ্ক। অর্থাৎ, ব্লগ এবং ফেসবুক মিলিয়ে 'একক মাত্রা'র সোশ্যাল মিডিয়ায় পদচিহ্ন। শারীরিকভাবে দূরে থেকেও 'একক মাত্রা' পরিবারে অঙ্গীভূত হওয়ার অনস্বীকার্য অনুভূতি।


৬) ইউটিউবের সৌজন্যে 'একক মাত্রা'র নিজস্ব ভিডিও চ্যানেল, যার মাধ্যমে ভার্চুয়াল আড্ডার বাস্তবায়ন ঘটছে এবং নিয়মিত ব্যবধানে ঘটবে।


এ যেন 'একক মাত্রা'র নিজস্ব মাল্টিপ্লেক্স। আধুনিক গদ্য ও প্রবন্ধের উন্মুক্ত ক্যানভাস। মগজের শান দেওয়ার উজ্জ্বল মাধ্যম। অনলাইন আর অফলাইন অস্তিত্বের একটাই ছাতা।


৭) ই-সংস্করণ (পিডিএফ নয়) এখনও কিছুটা ভবিষ্যৎ পরিকল্পনার গর্ভে, যদিও এর উত্তর 'একক মাত্রা'  পেয়ে গেছে। খুব শীঘ্রই আমরা উৎসাহী পাঠকদের 'একক মাত্রা'র ই-সংস্করণ পড়ানোর পরিকাঠামো ও পরিষেবা প্রদান করতে পারব।


সবশেষে বলার, চুঁচুড়া লিটল ম্যাগাজিন মেলায় জনৈক বিশিষ্ট ব্যক্তি উল্লেখ করেছিলেন, লিটল ম্যাগাজিন চালানোয় স্পর্ধা থাকা চাই। একদম সঠিক বলেছিলেন। কারণ, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর স্পর্ধা থাকতেই হবে। ভদ্রলোকের চেহারা আবছা মনে আছে, নামটা মনে করতে পারছি না। তবে, সাক্ষাৎ হলে নিশ্চয়ই বলতে পারব 'একক মাত্রা' স্পর্ধা দেখাতে পেরেছে। 


ভাল থাকুন, সুস্থ থাকুন। লকডাউনের শারীরিক বিধি-নিষেধ মেনে যতটা সম্ভব সামাজিক হোন। 'একক মাত্রা' পড়ুন ও পড়ান। ধন্যবাদ।

 

1 comment:

  1. অনেক অনেক অভিনন্দন। একক মাত্রা জন্ম লগ্ন হতে ই প্রাতিষ্ঠানিক চিন্তা ভাবনার বিপরীতে অন্য স্বর শুনিয়ে চলছে। মুখ্য লক্ষ্য,মগজে শান দেওয়া র কাজটা আন্তরিক ভাবে, নিজের মতো করে ,মন,প্রাণ ,সময় ও অর্থ দিয়ে করে চলেছে। আগামী দিন এ সকলে একই ভাবে এই অভিমান চালিয়ে যাবে ,সে ভরসা রাখি। একক মাত্রা র সর্বাঙ্গিন সাফল্য প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ এ থাকবেন এই শুভ কামনায় এক ই সাথে জানাই। নমস্কার নেবেন সকলে।।

    ReplyDelete