Friday 30 May 2014

৩০ মে ২০১৪ - ঋতুপর্ণকে মনে করে




খেলা ভাঙ্গার গান

পল্লবী বন্দ্যোপাধ্যায় 

ঋতুপর্ণর ছবি নিয়ে অনেক কথা বলা হয়েছে। তাঁর লাইফস্টাইল নিয়েও। সেই কথাগুলো আবার বলে তাই ডাটাবেস-এর বোঝা বাড়াব না। যতদিন বেঁচে ছিলেন, ততদিন ওনার সম্বন্ধে ওনার কাজের সম্বন্ধে যেগুলো বলতাম, বলতে চাইতাম, লোকটা মারা যাবার পর হঠাকরে দেখলাম সেই কথাগুলো বড় অপ্রাসঙ্গিক, ছেঁদো ঠেকছে। আজ সকালে, ঋতুর মৃত্যুর এক বছর পর অফিস আসার পথে মোবাইল ঘেঁটে বের করলাম ‘খেলা’ ছবির টাইটেল ট্র্যাক। একবার, দুবার, তিনবার, চারবার শুনে থামলাম। মাথার ভেতর ছিনে জোঁকের মতো ঘুরতে লাগলো “কেউ বেসেছিল ভালো/ কেউ খুঁজেছিল আলো/ কেউ আলো খুঁজে পায়নি বলেই হয়তো নিরুদ্দেশ।"
শুনতে শুনতে মনে হতে লাগলো একজন মানুষের কথা। সে পুরুষ না নারী, কেরানি না চিত্রপরিচালক সেটা গৌণ। একজন মানুষ যে প্রেমে পড়ে, প্রেম ভাঙ্গে, একা থেকে দোকা হয়ে ফের একা হয়ে দোকা হবার সুলুকসন্ধান করতে থাকে। যাকে সমাজ, বন্ধু, আত্মীয়স্বজন বারবার বুঝিয়ে দেয় প্রকৃতির আদিম নিয়ম। এখানে সবাই জোড় বেঁধে থাকি। একলা কেবল বুকের ভেতর লাল মাংসপিন্ড। আর সেই নিয়মের তাড়নায়, খেলায় পিছিয়ে পড়বার ভয়ে কুঁকড়ে গিয়ে সে খুঁজে চলে খুঁজেই চলে একজোড়া হাত, একটু আদর, মনখারাপ শুষে নেবার একটুকরো ব্লটিং কাগজ। রাতে বাড়ি ফিরে দরজা খুলে দাঁড়াবার মতো একটা হাসিমুখ। হয়তো খুঁজেও পায়, হয়তো পায় না। নিজেকে দু’ভাগ করে নিজেই নিজের শখ আহ্লাদ আবদার মেটায়। হুল্লোড়ে মেতে টেনে নিতে চায় স্পটলাইট নিজের মুখে। আলোয় প্রসাধনে ঢেকে দিতে চেষ্টা করে একাকিত্ব। তারপর সে গান লেখে - “সাথি খুঁজে পেতে হবে/ তবে শুরু হবে খেলা/ একা একা যারা ফেরে সাথীহারা/ কি হবে তাদের বেলা?”
মঞ্চের ওপরে ধীরে ধীরে নেমে আসে ভারী পর্দা। প্রেক্ষাগৃহের আলো জ্বলে উঠতেই দর্শক ফেটে পড়ে হাততালিতে। ব্যাকগ্রাউন্ডে গান বেজেই চলে – “বাঁশি যতবার বাজে/ শুরু শেষ আর মাঝে/ ততবার করে শুরু হয় খেলা শেষ হতে চায় না যে...।"

Wednesday 7 May 2014

'অপুর পাঁচালী ' নিয়ে দুটি-একটি কথা

ছকের দৃশ্য!

ঋতি রায় 

খুব সম্প্রতি 'অপুর পাঁচালী' নামে একটি বহু প্রচারিত, প্রায় হইচই ফেলে দেওয়া ছবি দেখলাম।
ছবিটা দেখে যা বুঝলাম তা হল, বঙ্গদেশে অন্তত সফল নির্দেশক হতে গেলে যা চাই তা হল খানিকটা সাদা-কালো আর খানিকটা রঙীন, একটা মাল টানার দৃশ্য, ন্যাকা নায়িকা আর সর্বোপরি গডফাদার মণি-শ্রীকান্ত, বাংলা ছবিকে যাঁরা একরকম কিনে নিয়েছেন। এবং মনে করছেন যে বাঙালির কিছু জনপ্রিয় কালচারাল সাইনকে, যেমন অপু, ঋত্বিক ঘটক, শংকর, আন্টনি ফিরিঙ্গীকে শ্রীভেঙ্কটেশের ঝাঁ-চকচকে নতুন মোড়কে বাজারে ছাড়তে পারলেই বাঙালি একেবারে জিয়া নস্টাল হয়ে গপগপিয়ে খাবে। You can fool some people all the time and all the people sometimes, but not all the people all the time.
জোর করে অপুর জীবনের সাথে মেলানোর চেষ্টা ধৈর্যপরীক্ষা-উদ্রেককারী। সঙ্গে আছেন পার্ণো মিত্তির যাঁর অন্তত শর্মিলা-অভিনীত অপর্ণা দেখে বোঝা উচিত ছিল যে, কি করিতে হইবে। আর পরমব্রতকে বলার, স্ত্রী মারা যাওয়ার দৃশ্যে দাঁত খিঁচোনো ছাড়াও কিছু করা যেত। দাঁত খিঁচোলেই খুব দুঃখ বোঝায় জানতাম না। এই স্ত্রী মারা যাওয়া ছাড়া আর কোনো মিল সেভাবে পেলাম না সুবীরবাবু ও অপুর মধ্যে।
'শব্দ'র পর এই ছবি? এদিকে 'বাকিটা ব্যক্তিগত' হল পায় না।
পু: আনন্দবাজার বলেছিল যে না দেখলে জীবন বৃথা।

Thursday 1 May 2014

The Spirit of May Day Lives On!

In France, a Move to Limit Off-the-Clock Work Emails


PARIS: Given France’s 35-hour workweek, generous vacations and persistent, if not altogether accurate, reputation for indolence, it may come as a surprise that the French are only now considering limits on the work emails and phone calls that come at all hours of the day and night.
Labor unions and corporate representatives in France have agreed on an “obligation to disconnect from remote communications tools” that would apply to 250,000 employees of consulting, computing and polling firms. The accord, signed this month but yet to be approved by the Labor Ministry, would require that employers verify that the 11 hours of daily “rest” time to which all workers are legally entitled be spent uninterrupted.
“We really want there to be 11 consecutive hours,” said Marie Buard, a project leader at the Federation of Communication, Consulting and Culture, a branch of the French Democratic Confederation of Labor. Still, Ms. Buard said, “We also wouldn’t like this to squeeze businesses and cause them problems.”
Under the agreement, she said, each company would develop a policy and enforcement mechanisms. One might choose to block communications from 11 p.m. to 10 a.m. by shutting down its email servers, while another might simply ask employees not to check email between 9 p.m. and 8 a.m.
Similar limits have been tested elsewhere. In 2011, Volkswagen started shutting off its BlackBerry servers at the end of the workday, stopping some employees in Germany from sending or receiving emails. Last year, the German Labor Ministry ordered its supervisors not to contact employees outside office hours.
But the British press did not seem to notice the German precedents, and reveled at another opportunity to confirm scornful stereotypes about the French. Several websites, Twitter feeds and other news outlets in Britain lost no time in misconstruing the agreement on Thursday, asserting that France had banned email after 6 p.m. or that one million 35-hour-a-week workers would be covered by the accord.
The image of French people “who don’t get anything done, who just take vacations — that’s not what this is about at all,” said Max Balensi, an official with the Syntec federation, one of the employers’ groups that signed the accord. Mr. Balensi, who said he previously worked for Accenture and BP — not French companies — called such reports “disinformation.”


In fact, the agreement will affect perhaps 250,000 consultants and technology workers whose contracts stipulate only an annual number of workdays, but not daily working hours, said Frédérique Lebon, a spokeswoman for Cinov, another employers’ federation that signed the deal. The agreement is meant to establish safeguards that would ensure balance in the lives of employees, many of whom work with foreign companies in far-flung time zones, Ms. Lebon said.
“For us, it was extremely important to say that the employers in this sector are very attentive to the health of our employees,” she said.
French labor law is highly protective of workers’ rights, but businesses and even some officials in the French government say it is a significant impediment to economic growth. With the economy stagnant and the unemployment rate above 10 percent, President François Hollande has pledged billions of euros in tax cuts for businesses, part of a broader effort to make French companies more competitive.
Mr. Balensi, at Syntec, said, “If you don’t have employees who are in good health, your competitiveness is going to fall.”

A version of this article appears in print on April 12, 2014 in New York Times, on page A4 of the New York edition with the headline: Deal Seeks a Respite From Email