সেরা শিক্ষা
অনুরাধা রায়
দুটো কথা বলাই যেত,
দেওয়াও যেত ধমক,
তার বদলে পুলিশ ডেকে
লাগিয়ে দিলাম চমক!
মাড়িয়ে শরীর, বাড়িয়ে লাঠি,
না ঝরালে রক্ত
ছাত্ররা কি বুঝত নাকি
ভিসি কেমন শক্ত!
যে সে ভিসি নই গো আমি, যে
সে ভিসি নই -
স্থায়ীভাবে রাজশক্তির নেকনজরে
রই।
পড়াশোনা হোক বা না হোক, ক্ষমতা-টাই
দামি -
সবচেয়ে সেরা এই শিক্ষাই
ওদের দিলাম আমি।
No comments:
Post a Comment