এবিপি আনন্দের মহান সাংবাদিক সুমন এক কৃষকের সাক্ষাৎকার নিচ্ছে-
সুমন: তুমি ছাগল দুটোকে কী খেতে দাও?
কৃষক: কোন ছাগলটাকে, সাদাটাকে না কালোটাকে?
সুমন: কালোটাকে?
কৃষক: ঘাস।
সুমন: আর সাদাটাকে?
কৃষক: ওটাকেও ঘাস খেতে দিই।
সুমনঃ তুমি ছাগল দুটোকে কোথায় বেঁধে রাখো?
কৃষক: কোন ছাগলটাকে, সাদাটাকে না কালোটাকে?
সুমনঃ কালোটাকে।
কৃষক: গোয়ালে, একটা খুঁটির সাথে।
সুমনঃ আর সাদাটাকে?
সুমন: তুমি ছাগল দুটোকে কী খেতে দাও?
কৃষক: কোন ছাগলটাকে, সাদাটাকে না কালোটাকে?
সুমন: কালোটাকে?
কৃষক: ঘাস।
সুমন: আর সাদাটাকে?
কৃষক: ওটাকেও ঘাস খেতে দিই।
সুমনঃ তুমি ছাগল দুটোকে কোথায় বেঁধে রাখো?
কৃষক: কোন ছাগলটাকে, সাদাটাকে না কালোটাকে?
সুমনঃ কালোটাকে।
কৃষক: গোয়ালে, একটা খুঁটির সাথে।
সুমনঃ আর সাদাটাকে?
কৃষক: ওটাকেও গোয়ালে ওই একই
খুঁটির সাথে।
সুমন: ছাগল দুটোকে কী দিয়ে পরিস্কার রাখো?
কৃষকঃ কোন ছাগলটা সাদাটাকে না কালোটাকে?
সুমন: কালোটাকে?
কৃষকঃ জল দিয়ে চান করাই।
সুমন: আর সাদাটাকে?
কৃষকঃ ওটাকেও জল দিয়ে চান করাই।
সুমন (প্রচণ্ড রেগে গিয়ে)- শালা... দুটো ছাগলের সাথেই যখন সব কিছু একরকম হচ্ছে তখন বার বার আমাকে জিজ্ঞাসা করছো কেন সাদা ছাগলটা না কালো ছাগলটা?
কৃষকঃ কারণ, কালো ছাগলটা আমার।
সুমন: ছাগল দুটোকে কী দিয়ে পরিস্কার রাখো?
কৃষকঃ কোন ছাগলটা সাদাটাকে না কালোটাকে?
সুমন: কালোটাকে?
কৃষকঃ জল দিয়ে চান করাই।
সুমন: আর সাদাটাকে?
কৃষকঃ ওটাকেও জল দিয়ে চান করাই।
সুমন (প্রচণ্ড রেগে গিয়ে)- শালা... দুটো ছাগলের সাথেই যখন সব কিছু একরকম হচ্ছে তখন বার বার আমাকে জিজ্ঞাসা করছো কেন সাদা ছাগলটা না কালো ছাগলটা?
কৃষকঃ কারণ, কালো ছাগলটা আমার।
সুমনঃ আর সাদা ছাগলটা?
কৃষকঃ ওটাও আমার।
এই শুনে সুমন অজ্ঞান। যখন জ্ঞান ফিরলো তখন কৃষক সুমনকে বললঃ এবার বুঝলি যখন টিভিতে একই খবর বারবার বলে আমাদের কানের পোকা মেরে দিস তখন আমাদের কেমন লাগে?
কৃষকঃ ওটাও আমার।
এই শুনে সুমন অজ্ঞান। যখন জ্ঞান ফিরলো তখন কৃষক সুমনকে বললঃ এবার বুঝলি যখন টিভিতে একই খবর বারবার বলে আমাদের কানের পোকা মেরে দিস তখন আমাদের কেমন লাগে?
No comments:
Post a Comment