শুনুন শুনুন শুনুন,
কবির দোস্তো, লাইমলাইটে অভ্যস্ত, পকেটে নিয়ে রেস্ত যারা যারা অল্প এবং বিস্তর কালচার করার পিপাসা নিয়ে নন্দন একাডেমি চত্বর কাঁপিয়ে বেড়ান, লিটল ম্যাগাজিন মেলার অদ্যই শেষ রজনী - সংক্রান্তি। মেলায় অংশগ্রহণকারী সংবিগ্ন সৈনিককুল নিজ নিজ অস্ত্র-বর্মে পড়ুন বিলবই, কার্বনকাগজ, কলম, লিফলেটে সজ্জিত হয়ে টেবিল বাগিয়ে গেঁড়ে বসে থাকবে রাত্তির আটটা অবধি কেবল আপনার জ্ঞান ও সাহিত্য পিপাসা মেটাতে।
দশ টাকার বই পাঁচ টাকায়, একটার দামে দুইখানা বই বাগানোর সুলুক ও সন্ধান করতে হলে; বইমেলা ঘোরার সঙ্গি বাছাইপর্বের ইতিবাচক সমাপ্তি ঘোষণা করতে হলে; দু ঘন্টার মধ্যে চার কাপ চা ও ছটা সিগারেটের শ্রাদ্ধ করতে হলে; আলোকপ্রাপ্তদের সঙ্গে একই ফ্রেমে বিরাজ করতে হলে; মুক্তমঞ্চে নিরন্তর বয়ে চলা কবিতার স্রোতে পা ডোবাতে হলে; অকারণে চমস্কিকে স্মরণ করতে হলে; এবং অবশ্যই বেলাশেষে কণিকা বন্দ্যো স্কুল অফ টেগোর সং এর প্রথম সারির শিল্পী রেজোয়ানা চৌধুরীর গান শুনে আহা বাহা করতে হলে আপনাকে আজ আসতে হবেএএএএএএএএ!
No comments:
Post a Comment