ফিরে দেখা
১৯৯৮'এ পথ চলা শুরু। নিরন্তর। প্রতি দু' মাস অন্তর। কুড়ি কুড়ি বছরের পারে এসে তাই 'ফিরে দেখা'। এ দেখায় কোনও খাদ নেই। যারা ছিলেন, জানেন এই কুড়ি বছরের পরিক্রমা, তাঁরা অনায়াসে লিখে ফেললেন তাঁদের অনুভূতির কথা। সবচেয়ে বড় কথা, এই যাত্রায় অশেষ দুর্ভোগও ছিল। ছিল কালিমা লেপনের সচেতন 'বাহাদুরি'। যেমন থাকে আর পাঁচটা সাড়া-জাগানো কাজে। সব নিয়েই তাই পথ চলা। আরও বহুজন এ পথের সাক্ষী। তাঁরা মিশে রইলেন আমাদের সগভীর বাতায়নে। আবারও বছর কুড়ি পরে যদি দেখা হয় এইভাবেই, তখনও চলার পথে যেন থাকে সেই ছন্দোবদ্ধ দ্যুতি আর পরিশ্রমলব্ধ সৃজন আখ্যান। সেই আমাদের সকলের পরম প্রাপ্তি।
No comments:
Post a Comment