ইত্তেহাদ
অনিন্দ্য ভট্টাচার্য
আজ এই সময়ে এই মুহুর্তে এসে সুভাষ বসু মানে ভারতবর্ষ। ধর্ম-জাতি-লিঙ্গ নিরপেক্ষ এক মুক্ত আধুনিক স্বপ্নময় ভারতবর্ষ। আজাদ হিন্দ বাহিনীর বীজ থেকে উত্থিত 'বিবিধের মাঝে মিলন মহান' ভারতবর্ষ। আজাদী। যে বাহিনীর অঙ্কুরে বাস করেন হবিবুর রহমান, প্রেম সেহগাল, আবিদ হুসেন, লক্ষ্মী স্বামীনাথন, গুরুবক্স ধীলোঁ, মোহন সিং, শাহনাজ খান। যে বাহিনীর শ্লোগান - 'ইত্তেহাদ ইতেমাদ কুরবাণী'। ১৯৪৩ সালে সুভাষ বসু প্রতিষ্ঠিত যে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার 'আর্জি হুকুমত-ই-আজাদ হিন্দ'। যাদের রণহুঙ্কার ইনকিলাব জিন্দাবাদ।আজাদ হিন্দ বাহিনী জিততে পারেনি। মইরাং'এ স্বাধীনতার পতাকা উত্তোলন করেও পিছিয়ে যেতে হয়। কিন্তু সারা ভারতকে এক অকল্পনীয় বৈপ্লবিক অভ্যুত্থানে সামিল করে দিতে পেরেছিল। লাহোর থেকে অসম, কন্যাকুমারিকা থেকে পঞ্জাব- সারা দেশ এক হয়ে রাস্তায় নেমে পড়ে। আজাদী। ব্রিটিশদের আর কোনও উপায় ছিল না, বিদায় নেওয়া ছাড়া। আর যাওয়ার আগে ধর্মীয় উন্মত্ততাকে চাগিয়ে দিয়ে, ভাইয়ে ভাইয়ে রক্ত ঝরিয়ে, দেশ ভাগ করে ব্রিটিশ আসলে আজাদ হিন্দ বাহিনীর 'ইত্তেহাদ' দেখানোর স্পর্ধার প্রতিশোধ নিয়েছিল। সেই রক্তাক্ত অধ্যায় আজ আবারও ফিরিয়ে আনতে চাইছে উন্মত্ত ধর্মান্ধর দল।
গান্ধী সুভাষ সম্পর্কে বলেছিলেন, patriot of all patriots... সেই অত্যুজ্জ্বল দেশপ্রমিক আমাদের জন্য রেখে গেছেন 'ইত্তেহাদ' (ঐক্য)'এর মন্ত্র। আজাদ হিন্দ বাহিনী সেই ইত্তেহাদ, আমার প্রিয় দেশের বীজ। সাধ্য কী ধর্মান্ধদের! দেশ মাঙ্গে অন্ধেরা সে আজাদী।
#জয় হিন্দ। জয় ভারত।
অনিন্দ্য
২৩ জানুয়ারি ২০২০
No comments:
Post a Comment