Thursday, 1 September 2016

সিঙ্গুর কথা


আমরা চাষই করব না আপনাদের কলের শ্রমিক হব
রাহুলদেব বিশ্বাস

প্রথমে আমাদের কথা বলি| আমাদের মাঠে ছয় বিঘা জমি আছে আর বাড়িতে এগারো কাঠা| কিছু ধান জমি আর কিছুতে সবজি আর ফুল চাষ হয়| বাড়িতে তিনটি গাঁই গরু আর দুটি বলদ| কালো গরুটির নাম কাজল। ও মাসখানেক হল বাচ্চা দিয়েছে| সকালে দুপুরে ঘোষ বাড়ি থেকে দুধ নিয়ে যায়, বিকালে যা দুধ হয় আমরাই খাই|

আমাদের সারা বছর চাল কিনতে হয় না। বাজার হাটও তেমন করতে হয় না। বেগুনটা পেঁপেটা লঙ্কাটা মাঠ আর বাড়ি থেকে পেয়ে যাই| কাকু জমির গাঁদা ফুল আর আকন্দফুলের মালা হাওড়া নিয়ে বিক্রি করে আসেন| আমাদের বাড়ির ছেলে মেয়েরা ভালো স্কুল কলেজে পড়ে (গ্রাম বলেই স্কুলে শিক্ষক খারাপ পড়াবেন এমনটা ভাবা ঠিক নয়)| দুর্গাপূজাতে আমাদের মা কাকী ভাই বোনদের জামাকাপড় জোটে| সন্ধ্যায় স্টার জলসা এবিপি আনন্দ ডিসকভারি চ্যানেল ঘুরতে থাকে টিভিতে|
নিজেদের জমির ধানের ভাত, সবজি, গরুর দুধ, খাল থেকে জাল পেতে ধরা অথবা জেলেদের কাছ থেকে সস্তায় কেনা বিলের মাছ, বিকালে মাঠের প্রচুর সবুজ আর অক্সিজেনে আমরা বেশ ভালোই আছি|

এখন আপনাদের কথা বলি| আপনারা আমাদের জমি কিনে শিল্প করতে চান, শিল্পই আমাদের ভবিষ্যৎ| আমাদের জমি চলে যাবে, আমাদের প্রচুর উন্নতি হবে, আমরা আপনাদের কলের শ্রমিক হয়ে যাব| মাসে মাসে মাইনে পাব, বাজার থেকে কাঁকড় মেশানো চাল কিনব, প্রতিদিন ব্যাগ নিয়ে সবজি কিনতে যাব, টিপে টিপে মাছ কিনব, কোনওদিন শুধু টেপাই হবে| দুধের কথা বাদই দিন| অক্সিজেনের বদলে ফুসফুসে ফুঁ দেবে  কারখানার কালো কালো ধোঁয়া| একটা গাড়ি যদি লোন দিয়ে কিনিও তার ইএমআই প্রাণ ওষ্ঠাগত করবে| আপনারা মাসের প্রথমে যে এক গোছা টাকা দেবেন, তের তারিখে সব শেষ করে চিন্তায় চিন্তায় রক্তচাপ আর কোলেস্টেরল বাড়াব| এত কিছু ভেবে যদি বলি, না, জমি দেব না, চাষই করব, আপনারা বলবেন বোকামি করলাম| ভেবে দেখুন, আমাদের হয়তো চকচকে বাড়ি গাড়ি সেন্ট জেভিয়ার্সে পড়া বউ আর ডিপিএস'এ পড়া ছেলে মেয়ে নেই, আমরা কিন্তু খুব একটা খারাপ নেই| তারপর মন্দা এলে তো সব শেষ। আমাদের কিন্তু মন্দা নেই| নিরপেক্ষভাবে ভেবে দেখুন আপনাদের থেকে ভালোও থাকতে পারি|

এবার বলবেন তাই বলে কি শিল্প হবে না? আমরা কি বলেছি শিল্প হবে না ! শিল্প করুন অনেক করুন; এখন তো চাষজমি কমে যাচ্ছে মানুষ অনুপাতে, বাংলার অনেক জেলা আছে যেখানকার জমি চাষযোগ্য নয় তেমন, সেখানে রাস্তাঘাট করুন তারপর শিল্পও করুন, গাড়ি বানান, সামর্থ্য হলে আমরাও এক দুই পিস কিনব| তা না হলে রাজস্থান গুজরাটে করুন, দেশ তো একটাই, শিল্পদ্রব্য আমরা পেয়ে যাব| তাও না পারলে শিল্প আফগানিস্তান কি সোমালিয়ায় করুন, মুক্ত বাজার, গাড়ি ঠিক পেয়ে যাব আপনিও আমরাও|

জগতের সব কিছু কি আর এক  ভাবে  মাপা যায়! কেরোসিন আর কাবলি ছোলা কি এক! আপনার উন্নতির ডেফিনেশন আর আমার উন্নতি একই এমন তো নয় |

1 comment:

  1. Bhalo laglo apnar lekha pore. "Green Life Style/Sobuj Jiboner Protibimbo" title diye Movie korle loke dekhbe.

    ReplyDelete