Thursday, 24 March 2016

ক্রোনি কমিউনিজম



শিলিগুড়ি মডেল !
দেবব্রত চক্রবর্তী

আপনারা যারা বাস রাস্তায় শিলিগুড়ি গেছেন এই বছর দশেক আগে, তাঁরা নিশ্চয়ই 'চাঁদমনিচা বাগানের মধ্যে দিয়ে সবুজ পেরিয়ে শিলিগুড়ির ইট কাঠ এবং রিক্সার জঙ্গলে পৌঁছেছেন আমি তখন শিলিগুড়ি থাকতাম, সেলসের কাজে প্রায়ই ঘুরে বেড়াতাম এদিক ওদিককলকাতা থেকে রকেট বাসে শিলিগুড়ি যাওয়ার পথে বাগডোগরা ছাড়ালেই মাঝে মাঝে খাপছাড়া সবুজ, বাড়ি ঘর, বিশাল এলাকা জুড়ে উত্তরবঙ্গ ইউনিভার্সিটি নতুন গড়ে ওঠা মারুতি গাড়ির ওয়ার্কশপ পার করলেই বাঁদিক ডান দিক জুড়ে চাঁদমনি চা বাগান ডুয়ার্স বা সমের মত খুব একটা বাগান নয়, তাও একেবারে হাইওয়ের ধারে ৭০০ একরের সরেস বাগান শিলিগুড়ির মানুষের বিশুদ্ধ শ্বাস নেওয়ার ফুসফুস ১৯৯২ সালে বছরে . লাখ কেজি মেড টি এবং প্রায় লাখ কেজি গ্রিন টি তৈরি হত শিলিগুড়ি শহর ঘেঁষা এই বাগানটি'তে তখনকার বাজারে .৩২ কোটি টাকার ব্যবসা এবং বাৎসরিক ৪০ লাখের মত খরচ কর্মচারি এবং তাদের পরিবার মিলিয়ে প্রায় ১০০০০ লোকের উপার্জনের সূত্র

শিলিগুড়ি তখন ধকধক করে বাড়ছে বুদ্ধবাবু সবে মুখ্যমন্ত্রীর ইনিংস শুরু করেছেন শিলিগুড়ির একচ্ছত্র সম্রাট অশোক ভট্টাচাজ্জি মহাশয় বাংলায় শিল্পের জোয়ার আনতে হবেডু ইট নাউ 'চাঁদমনি চারিদিকে শহর বাড়ছে দ্রুত, জমির দাম আকাশছোঁয়া মালিক চ্যাটার্জি বাবু সপ্তাহে একবার রাইটার্স পৌঁছচ্ছেন চালু চা বাগান তুলে দিয়ে হাউসিং বানানো প্রচুর নিয়মকানুন ঝক্কির একশেষ রাজ্য এবং কেন্দ্রের অনুমতি লাল ফিতে ইত্যাদি শিলিগুড়ি-আলিমুদ্দিন-রাইটার্স-দিল্লী ঘন ঘন মিটিং, আইনি পরামর্শ মাপজোক, আর্কিটেক্ট সব ঘুরে ঘুরে যাচ্ছেন তুমুল ব্যস্ততা


কেবল হেলদোল নেই শুধু আদিবাসী শ্রমিকদের সরল আদিবাসী শ্রমিক এতদিন ধরে লাল পতাকা, কাস্তে হাতুড়ি, কমরেডদের বিশ্বাস করে এসেছেন পিএফ, রেশন, শ্রমিক লাইনে জল বা ইলেকট্রিকের ব্যবস্থা, বোনাস দু চার বছরে দু চার টাকা মজুরি বৃদ্ধি কমরেডরাই তো করেছেন - তারা নিশ্চিন্ত ছিলেন - মালিক যতই চেষ্টা করুন কমরেডরা হতেই দেবেন না শ্রমিক বিরোধী কোন কাজ লাল পতাকা বুকের রক্ত থাকতে হতে দেবে না

১৯৯২ সালে চ্যাটার্জি বাবু মাত্র . কোটি টাকা দিয়ে ৭০০ একরের চাঁদমনি কিনেছিলেন ২০০০ সাল থেকে নিয়ম করে কর্মচারী ছাঁটাই, শ্রমিক সুবিধা ছাঁটাই, পিএফ বাকি রাখা, ইলেকট্রিক বিল না দেওয়া দিয়ে শুরু লস মেকিংএর গল্প - কমরেডদের চোখের সামনে দিয়ে ২০০৪ সালের মধ্যে নেওটিয়া সাহেবের সাথে ৪০০ একরে হাউসিং বানানোর চুক্তি সম্পাদিত হয়ে গেল প্রকাশ্যে ২৫ কোটি, অপ্রকাশ্যে কত জানা নেই

শিলিগুড়ি লাগোয়া, ন্যাশনাল হাইওয়ের ধারে এই জমির বাজার মূল্য তখন ছিল কোটি টাকা /একর এক লপ্তে অনেক জমি, সেই হিসাবে মূল্য অর্ধেক ধরলেও ২০০ কোটির কম নয় চ্যাটার্জিবাবু প্রাপ্ত টাকায় বকেয়া মাইনে, পিএফ ইত্যাদি মেটাতে কোটি টাকা ব্যয় করলেন শ্রমিক রাতারাতি বাটি নিয়ে মাটিগাড়া বাজারে নেওটিয়া সাহেব ততদিনে বাইপাসে অম্বুজা হাউসিং করেছেন, সল্টলেকে সিটি সেন্টার ওয়ান বোধ হয় সমাপ্ত, রায়চক গঙ্গা নিবাস হবে হচ্ছে করছে - রাইটার্সের ব্লু আইড শিল্পপতি পরিবেশ দূষণ সার্টিফিকেট, নকশা পাস এক লহমায় হয়ে গেল অশোক ভট্টাচার্য তখন পূর্ত মন্ত্রী কোন স্টিং আছে এমন প্রমাণ নেই কমরেডরা তখনো শ্রমিক বস্তিতে স্তোক দিচ্ছেন- এক বিন্দু রক্ত থাকতে চা বাগান দখল হতে দেব না

২০০৪ সালে পুলিশ পাহারায় ট্রাক্টর চলে চা গাছ, রেন ট্রি ওপড়াতে অসহায় আদিবাসী শ্রমিক, লাল পতাকায় ভরশা রাখা শ্রমিক হাঁ করে দেখতে থাক সেই কবে বাবা কাকাকে ব্রিটিশ রাঁচি থেকে ধরে এনে জঙ্গল সাফ করে, সাপখোপ ম্যালেরিয়া মাথায় নিয়ে চা বাগান বানিয়ে ছিল সেই বাগানের একটা একটা গাছের গোড়ায় শক্ত দড়ি লাগিয়ে ট্রাক্টর - হিঁচড়ে মাটি থেকে শিকড় সমেত তুলে আনছে সাত দিন মাত্র লেগেছিল পুরো চারশ একরের বাগান গাছ শূন্য করতে

চাঁদমনি বাগান উচ্ছেদ বিরোধী যৌথ সংগ্রাম কমিটি ইত্যাদি ইত্যাদি তৈরি হল পথ অবরোধ, মিছিল, মিটিং, আবেদন-নিবেদন, পুনর্বাসন প্রতিশ্রুতি, মালিকপক্ষ, সরকার, শ্রমিক পক্ষ চুক্তি একটা বটে গুলি চলল শ্রমিক কৃষকের সরকার শ্রমিক প্রতিরোধ ভেঙ্গে দিতে গুলি চালা - দু জন মারা গেলেন এই প্রথম গুলি চলল তা নয় অবশ্য সেই ৬৭ -৬৮ থেকে চলছে অশোকবাবু নকশাল গন্ধ পেলেন গলা কাঁপিয়ে গুলি চালানো সমর্থন করলেন লকাতায় তখন মোমবাতির আকাল তাই মিছিল সেরকম একটা হয়নি শিল্পের খাতিরে একটা দুটো ছোটলোক মরে গেলে বিশেষ কিছু সমস্যা নয় কালের নিয়ম আমরা হিন্দমোটর নিয়ে রীতিমত অঙ্ক দেখেছি বিষয়ে

আজকে দশ বছর পরে চাঁদমনি নামটাই আর নেই তার বদলে চলে উত্তরায়ণ অবশেষে সেই উত্তরায়ণও ফিকে হতে শুরু করেছে - এখন মাল্টিপ্লেক্স, স্পেন্সার, কেএফসি, সাবওয়ে, নেওটিকা গেটওয়ে, সিমপ্লেক্স - ভালোই আছি আমরা ইতিমধ্যে সাহসী নেত্রী সুজাতা ওঁরাও এখন ঠিকাদারের অধীনে অম্বুজার ফুলের বাগানে ঠিকা শ্রমিক ভিনসেন্ট এর স্ট্রোক হয়ে পিএফের লাখ টাকা সমাপ্ত পরবর্তী প্রজন্ম কেউ মলে ঝাড়ু দেন চালাকরা সিন্ডিকেট ঢুকে ড়েছেন, বালি, পাথর সাপ্লাই দেন কমরেডরা সাব-কনট্রাক্টর হয়ে গেছেন দু পয়সা কামানোর দিন কমরেড শ্রমিক বস্তির আদি বাসিন্দারা এখনও পাট্টা পাননি, চুক্তিতে ছিল অবিশ্যি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিপিএল কার্ড এমনকি কেউ কেউ ১০০ দিনের কাজ পর্যন্ত পান সম্ভবত টাকার চাল পাবেন আগামী মাস থেকে ধন্যবাদ অশোকবাবু, শিলিগুড়ির মত একটা হাফ মফস্বলকে কোথায় তুলে আনলেন !

কিন্তু তাও কেউ কেউ ট্র্যাক্টরে দড়ি লাগিয়ে বিশ্বাসের লাল পতাকার শিকড় শুদ্ধ হিঁচড়ে মাটি থেকে তুলে আনার দৃশ্য দেখতে দেখতে বোবা হয়ে যান! বিশ্বাস ভঙ্গ বড় পাপ হে বাবু একবার হারালে ফেরাতে দশক ঘুরে যেতে পারে

অশোকবাবুরা ত্রিপাক্ষিক বৈঠকে সেই সময় থেকেই বিশেষজ্ঞ ওনার সেই মডেলকে এখন 'শিলিগুড়িমডেল বলে দালালের আবার কাস্টমার বিচার কী? জাত দেখলে তো আর পেট ভরেনা! ভোট এসে গেল ব্যস্ততা তুঙ্গে!