Monday, 22 June 2015

'একক মাত্রা' ১০০




একশো 'একক মাত্রা'
পল্লবী বন্দ্যোপাধ্যায়

লিটল ম্যাগাজিনের কাজ হল একটা গোষ্ঠী তৈরি করা এমন এক গোষ্ঠী যেখানে একদল স্বঘোষিত লেখক জড়ো হয়ে একে অপরের পিঠ চাপড়ায় তাঁরা নিজেরাই নিজেদের লেখা পড়েন, নিজেরাই সেগুলোর সমালোচনা করেন ইত্যাদি এমন অভিযোগ শোনা যায় বড় কাগজের মুখে প্রায়শই তাই বড় কাগজের মুখ রাখতে, আজ ভাবছি একটু নিজেদের পিঠ চাপড়াব সেই উদ্দেশ্যেই লিখতে বসা
‘একক মাত্রা’ নামক ছোট দ্বিমাসিক কাগজখানা পিঠ চাপড়ানোয় এমন ব্যুৎপত্তি লাভ করেছে, মে মাসে ১০০তম সংখ্যাটি প্রকাশ করতে পেরেছে সেই আনন্দে আটখানা হয়ে, একটা ছোটখাট আড্ডার আয়োজন করা হয় নাট্যকার বিভাস চক্রবর্তী, এমন আড্ডার পরিকল্পনা হচ্ছে শোনামাত্র সল্ট লেক করুণাময়ীর কাছে 'অন্য থিয়েটার' দলের যে বাড়িটা আছে, তার একখানা ঘর সাগ্রহে আমাদের ব্যবহার করতে দেবেন বলেন বিভাসবাবু দীর্ঘদিন ‘একক মাত্রা’ পড়ছেন, লিখেছেনও বেশ কয়েকবার আড্ডার দিন ঠিক হয় ২০ জুন বিভাসবাবু ছাড়াও সেদিনের আড্ডায় ছিলেন প্রতুল মুখোপাধ্যায়, একক মাত্রার সম্পাদক অনিন্দ্য ভট্টাচার্য, সম্পাদকমণ্ডলীর বাকি সদস্যেরা আর একক মাত্রার অন্যান্য বন্ধুরা স্তুতি, ব্যজস্তুতি, তর্ক, বিতর্ক, সমালোচনা, প্রস্তাবনা, স্মৃতিচারণ, চা, শিঙাড়া, গান, কবিতায় জমে গেল সন্ধ্যের আসর  প্রতুলদার কথা ধার করে বলতে হলে, 'মাথায় বরফ পড়া' লোকের ভিড় সেদিন যেমন ছিল, তেমনই আমার মতো অকালপক্ক মাতব্বরেরাও বাদ পড়েনি আমাদের এক লাইফ মেম্বার বললেন তাঁর উনিশ বছরের ছেলে একক মাত্রা পড়ার আগ্রহ পায় না তর্ক চলল, উনিশ বছরের কাছে নিজেদের পৌঁছতে হলে উনিশ বছরকে আমাদের মতো করে তৈরি করার প্রয়োজন, না আমাদেরই তাদের পছন্দের সঙ্গে তাল মেলাতে শিখতে হবে? প্রশ্ন উঠল কাগজের ফর্ম কন্টেন্ট নিয়েও  -ম্যাগ, ব্লগ, সোশ্যাল মিডিয়াও বাদ পড়ল না নতুন পাঠকের কাছে পৌঁছনোর তাগিদে নতুন মাধ্যমগুলোর ওপর বিশেষ জোর দেওয়াও সাব্যস্ত হল সব শেষে কিছু কবিতা পাঠ, সংহিতা আর প্রতুলদার গান দিয়ে শেষ হল আসর যে ঘরে আড্ডা হচ্ছিল তার ঠিক বাইরেই ডিসপ্লে করা হয়েছিল একক মাত্রার প্রচুর পুরনো সংখ্যা আর প্রতিশ্রুতি মতো উপস্থিত বন্ধুদের সেগুলোর মধ্যে থেকে তাঁদের পছন্দের যে কোনও একটি করে সংখ্যা উপহারও দেওয়া হল

পিঠ চাপড়ানোর পালা শেষ এবারে বন্ধুরা, অনুরোধের পালায় আসি এই ব্লগের জন্য প্রতিনিয়ত ভালো লেখার খোঁজে থাকি আমরা বর্তমান যে কোনও প্রাসঙ্গিক বিষয় যা আপনাকে অনুপ্রাণিত, ব্যথিত, আলোড়িত করে, তার ওপর ৪০০-৫০০ শব্দের লেখা ekakmatra@yahoo.com এ পাঠিয়ে দিন ব্লগে আমরা ইংরেজি লেখাও ছাপি

1 comment:

  1. না থাকতে পারার চাপা কষ্ট! এবং বাদানুবাদে না জড়াতে পারার আক্ষেপ।

    ReplyDelete