Friday, 5 June 2015

'একক মাত্রা'র আড্ডা ..
প্রথম প্রকাশ অক্টোবর ১৯৯৮। তারপর নিরন্তর চলা। ২০১৫’এর মে’তে এসে শততম সংখ্যার প্রকাশ। অগুন্তি মানুষের সমর্থন ও আশকারা ছাড়া এই পথ চলা সম্ভব ছিল না।

তাই একটু বসা, কথা বলা সকলের সঙ্গে। জেনে নেওয়া, জানানো। আড্ডা আলোচনা পাঠ, চাইলে গান, ও এই সময়ের জরুরি কথা। এইসব নিয়েই ২০ জুন শনিবার আমরা সকলে বসছি বিকেল ৫টা থেকে ‘অন্য থিয়েটার’এর সভাঘরে (সল্ট লেক করুণাময়ীর কাছে, CK-43, Sector-II)

আপনিও আসুন। পরে জানাচ্ছি আরও বিশদে।

সম্পাদকমণ্ডলী
একক মাত্রা

No comments:

Post a Comment