Pages

Monday, 27 March 2017

একক মাত্রা'র আড্ডা ২৫ মার্চ ২০১৭

আড্ডার কথা
অরুণাভ বিশ্বাস

গত ২৫ মার্চ আমার বাড়িতে 'একক মাত্রা'র বন্ধুদের নিয়ে যে আড্ডা বসেছিল তার শুরুটা সামান‍্য দেরিতে হলেও মৌতাত জমতে দেরি হয় নি।শুরুতে উপস্থিত সকলে নাতিদীর্ঘ আলাপচারিতা সেরে নেন।
প্রধান বক্তা তুষার চক্রবর্তী এরপর মার্চ'১৭ সংখ্যায় গবেষণার রাজনীতি বিষয়ে প্রকাশিত তাঁর প্রবন্ধটিকে আর‌ও পরিবর্ধিত করে, নানান অচর্চিত তথ‍্য সহযোগে, গবেষকের চেতনার জগতে স্বরাজের কথা বলেন।
এরপর বরুণ মুখোপাধ‍্যায় উক্ত বক্তব‍্যর উপর ভিন্ন আলোকপাত করেন এবং এ ধরনের প্রবন্ধের প্রাঞ্জলতার উপর জোর দেন। উপস্থিত অন্যান‍্য কয়েকজন তাঁদের মতামত, সংশয় ও নানা কৌতূহল প্রকাশ করেন।
শেষ ভাগে Jadavpur University-র Dept. of Chemical Engineering এর গবেষণাগারে প্রথম জন্মানো, সম্পূর্ণ জৈব ও ভৌত উপায়ে তৈরি, ডাবের আইসক্রিম (ice-candy আসলে) চাখতে চাখতে সকলে অসীম চ‍্যাটার্জীর মুখ থেকে এই পণ‍্যটির ইতিহাস জানতে পারেন।এরপর সম্পাদক অনিন্দ‍্য ভট্টাচার্য পুরো আড্ডার সারসংক্ষেপ করেন।
সব শেষে আত্মদীপ প্রধান অসামান্য পশ্চিমী ধ্রুপদী গিটার বাদন পরিবেশন করেন। তার পরিবেশনা ছিল Recuerdos de la Alhambra ( composed by Fransesco Tarrega, 19th century Spain)। বাড়ি ফেরার আগে বেশ কয়েকজন পত্রিকার পুরোনো সংখ্যা ও ব‌ইপত্র সংগ্ৰহ করেন এবং গ্ৰাহক হন।

No comments:

Post a Comment