Pages

Saturday, 20 August 2016

বাঙালির আত্মপরিচয় - একটি সাবলীল আড্ডা

২০০৬ সালে কলকাতায় 'একক মাত্রা'র উদ্যোগে 'বাঙালির আত্মপরিচয়' শীর্ষক একটি আড্ডা অনুষ্ঠিত হয়। এই আড্ডায় আমরা বাংলাদেশ থেকে আনিসুজ্জামান, মোজাফফর আহমেদ, তারেক মাসুদ সহ দিকপালদের পেয়েছিলাম। এ বাংলা থেকেও উপস্থিত ছিলেন অম্লান দত্ত, শুভেন্দু দাশগুপ্ত, তাপস সেন, সমর বাগচি'দের মত বিদগ্ধজনেরা। এছাড়াও আরও বহু গুণীজন আমাদের আড্ডাকে পুষ্ট করেছিলেন। সেই আড্ডার কিছু গুরুত্বপূর্ণ অংশ আমরা এখানে চারটি ভিডিও'তে পেশ করলাম। এই চারটি ভিডিও'ই পরপর দেখলে আলোচনার একটি রূপরেখা স্পষ্ট হবে।






No comments:

Post a Comment