Pages

Friday, 19 February 2016

দেশপ্রেম কাহারে কয়!

যাহা বোঝাইবেন তাহাই বুঝিব?
অনিন্দ্য ভট্টাচার্য
দেশপ্রেমের নামে ধেড়ে কিছু উকিল, এক এমএলএ ও আরএসএস’এর কতিপয় লোকজন  পুলিশকে সামনে পেছনে সারিবদ্ধ রেখে দিল্লির আদালত চত্বরে ছাত্র, সাংবাদিক ও শিক্ষকদের দু-তিনদিন ধরে বেধড়ক পেটাল। একজন বলল, তার হাতে বন্দুক থাকলে সে গুলি করে মারত এইসব দেশদ্রোহীদের।

ঠিক তার দুদিন আগেই আদানি ও আম্বানিদের কয়েক লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছে রাষ্ট্রায়ত্ত কিছু ব্যাংক। আর ওই নিরীহ মানুষদের রামক্যালানির পরই বিজেপি’র এক এমপি গোপাল শেঠি জোর গলায় জানান দিয়েছে, কৃষকরা যে আত্মহত্যা করছে সেটা নিছকই একটা ফ্যাশন। এর অর্থ- কানহাইয়া ব্যাটা মাঝে এসে গোলমাল পাকিয়েছে, তার আগে ও পরে উভয়তই দেশপ্রেমে মাখামাখি- আদানি-আম্বানি ইয়া বড় দেশপ্রেমিক তাই দেশ বিরোধী ব্যাংকের ইয়ে ফাটিয়ে দিয়েছে আর গোপাল বড় সুবোধ, ঠিক ধরে ফেলেছে দেশবিরোধী চাষিদের শয়তানি।

মনে পড়ছে, ৬০ ও সত্তর দশকে আমেরিকার রাজপথে ভিয়েতনামে বোমা বর্ষণ ও আমেরিকার যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে সে দেশের হাজারও মানুষের প্রতিবাদ মিছিলের কথা। এই প্রতিবাদীরা কি দেশবিরোধী ছিলেন? নাকি দেশের শাসকেরা দেশবিরোধী কাজে মেতেছিলেন?

4 comments:

  1. এখন গো ভক্তি মানেই দেশ প্রেম

    ReplyDelete
  2. According to a cartoon cow is no longer a domestic animal its a political animal. Any body who challenges the status quo is a deshdrohi. People who celebrate godses birthday are patriots. Down with brahminism. Hinduosm of the sangh parivar is not what we have learnt about the religion from vivekananda tukaram chaitnya shivaji et al

    ReplyDelete
  3. According to a cartoon cow is no longer a domestic animal its a political animal. Any body who challenges the status quo is a deshdrohi. People who celebrate godses birthday are patriots. Down with brahminism. Hinduosm of the sangh parivar is not what we have learnt about the religion from vivekananda tukaram chaitnya shivaji et al

    ReplyDelete
  4. একটা কথা কিন্তু মানতেই হবে যে এই উপলক্ষে গনতান্ত্রিক মানুষ একজোট হবার প্রেরণা পাচ্ছে। ফ্যাসিবাদ এভাবেই সমাজের কাজে লাগে।

    ReplyDelete