Pages

Friday, 15 January 2016

ম্যাগ মেলার সংক্রান্তি

শুনুন শুনুন শুনুন,

কবির দোস্তো, লাইমলাইটে অভ্যস্ত, পকেটে নিয়ে রেস্ত যারা যারা অল্প এবং বিস্তর কালচার করার পিপাসা নিয়ে নন্দন একাডেমি চত্বর কাঁপিয়ে বেড়ান, লিটল ম্যাগাজিন মেলার অদ্যই শেষ রজনী - সংক্রান্তি। মেলায় অংশগ্রহণকারী সংবিগ্ন সৈনিককুল নিজ নিজ অস্ত্র-বর্মে পড়ুন বিলবই, কার্বনকাগজ, কলম, লিফলেটে সজ্জিত হয়ে টেবিল বাগিয়ে গেঁড়ে বসে থাকবে রাত্তির আটটা অবধি কেবল আপনার জ্ঞান ও সাহিত্য পিপাসা মেটাতে।

দশ টাকার বই পাঁচ টাকায়, একটার দামে দুইখানা বই বাগানোর সুলুক ও সন্ধান করতে হলে; বইমেলা ঘোরার সঙ্গি বাছাইপর্বের ইতিবাচক সমাপ্তি ঘোষণা করতে হলে; দু ঘন্টার মধ্যে চার কাপ চা ও ছটা সিগারেটের শ্রাদ্ধ করতে হলে; আলোকপ্রাপ্তদের সঙ্গে একই ফ্রেমে বিরাজ করতে হলে; মুক্তমঞ্চে নিরন্তর বয়ে চলা কবিতার স্রোতে পা ডোবাতে হলে; অকারণে চমস্কিকে স্মরণ করতে হলে; এবং অবশ্যই বেলাশেষে কণিকা বন্দ্যো স্কুল অফ টেগোর সং এর প্রথম সারির শিল্পী রেজোয়ানা চৌধুরীর গান শুনে আহা বাহা করতে হলে আপনাকে আজ আসতে হবেএএএএএএএএ!

No comments:

Post a Comment