Pages

Monday, 4 August 2014

বাজারু বনাম ফ্যাতারু


অথ বাজারের আনন্দ! 

এক বন্ধু আজ ফেসবুকে আজকের আনন্দবাজারে (৪ অগাস্ট (নাকি ৩ অগাস্ট? ওয়েব লিঙ্ক থেকে পড়া বলে বোঝা যাচ্ছে না) ২০১৪) নবারুণদাকে নিয়ে প্রকাশিত একটি সম্পাদকীয় পোস্ট করায় সেটি পড়ার সুযোগ হয় ও তৎক্ষণাৎ আমাদের যে প্রতিক্রিয়াটি বেরিয়ে আসে তা এইরকম -
 

'এই লিঙ্কটি এখানে দেখিয়া ক্লিক করিলাম ও সবিশেষ পড়িলাম। বুঝিলাম, আনন্দবাজারের বেশ লাগিয়াছে - কোথায় কখন জানি না তবে এ লেখার ছত্রে ছত্রে সে আভাস পাইলাম। তাহাদের যে লাগিয়াছে শিরোনামটিই তাহার প্রমাণ - 'দ্রোহাভ্যাস'। আসলে নবারুণদা কখনও আনন্দবাজারে লেখেন নাই অথচ তিনি এত জনপ্রিয়, মান্য ও গ্রাহ্য, সেটি বাজার বাহকদের পরম ব্যথার কারণ। অথচ শেষে মধুর সমাপন না দিলে বাজার সরকারের চলে না, তাই নবারুণদার প্রয়াণে প্রতিষ্ঠান বিরোধী লেখাপত্তর 'আরও স্তিমিত' হইবে এই বচন দিয়া তবেই তাহারা ঘুমাইতে গিয়াছেন। এ পর্যন্ত বড় নিশ্চিন্ত হইলাম যে বাজারুরা এখনও ফ্যাতারুদের চিনিতে পারেন নাই।'

No comments:

Post a Comment