Pages

Wednesday, 23 April 2014

'একক মাত্রা'র মে ২০১৪ সংখ্যা প্রকাশ পেল

'একক মাত্রা'র মে ২০১৪ সংখ্যা প্রকাশ পেল। এবারের প্রচ্ছদ বিষয় - 'আমজনতার রাজনীতি'।
এই বিষয় নিয়ে লিখেছেন - ১) দেবাশিস ভট্টাচার্য ২) জয়ন্ত ঘোষাল ৩) আনসারউদ্দিন
৪) বিশ্বেন্দু নন্দ ৫) প্রসেনজিৎ বসু ৬) সোমনাথ গুহ ও ৭) শ্যামল ভট্টাচার্য
প্রচ্ছদ ও ভেতরের ছবি এঁকেছেন - ভিক্টর হাজরা।

আমাদের পরিবেশক- The Earth, 30 Surya Sen Street, Kolkata- 700009
সমস্ত প্রধান স্টলে পাওয়া যাচ্ছে - কোথাও না পেলে আমাদের পরিবেশকের সঙ্গে যোগাযোগ করুন।

বাড়িতে বসে delivery নিতে হলে click করুন - http://grasshoppers.in/

Desktop/Laptop থেকে Online পড়তে হলে নিচে click করুন -
http://www.magzter.com/IN/Ekak-Matra/Ekak-Matra/Art/


1 comment: