Pages

Monday, 24 December 2018

এখনও ব্যাট করে চলেছেন...



শেষ প্রজাতি
সূর্য শেখর দাস


১৭ বছরের ছেলেটি একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছে। তার থুতনি  রেখেছে তার প্রিয় ক্রিকেট ব্যাটে ভর দিয়ে। চারিদিকে এক আঁশটে, অস্বস্তিসন্ধে নেমে এসেছে। ঘন্টা তিনেক আগেই সে ক্যান্সারে শেষ হয়ে যাওয়া মাকে দাহ করে এসেছে। বাড়িতে আত্মীয়স্বজনরা কার্যত বোবা মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে। কেউ বা চুপচাপ বসে... ছেলেটির বাবা সোফায় শুয়ে সিলিঙের দিকে হাঁ করে তাকিয়ে আছে। বিপিকাকা ছেলেটির পিঠে সস্নেহে হাত রেখে বলল, 'চিন্টু, কালকে অন্তত বিশ্রাম নে... কালকের ম্যাচটা না হয় নাই খেললি!' ১৭ বছরের চিন্টু একটু সময় নিয়ে গলায় লোহার দৃঢ়তা এনে বলল, 'পৃথিবী লোপাট হয়ে গেলেও কাল আমি খেলব।' বিপিন কাকা প্রায় আর্তনাদ করে উঠল, 'কাল তুই কী করে খেলবি রে! এই অবস্থায় তুই কি বল ঠিকঠাক দেখতে পাবি? তাই বলছিলাম...।' বাবা দীর্ঘশ্বাসকে চেপে রেখে বলল, 'ওকে আটকানা বিপিন.. তাছাড়া ওর মা তো বারবার বলত কোনও কিছু জন্যই কোনও কাজকে আটকে রাখা উচিত নয়...।' চিন্টু বিপিন কাকাদিকে তাকিয়ে শান্ত ভাবে বলল, 'কাল তো আমাদের নক আউট ম্যাচ... হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাব...।' বিপিন পরিষ্কার বুঝতে পারল এ ছেলের মধ্যে কিছু ইতিবাচক করার জন্য আগুন জ্বলছে... কাকা ছেলেটির কাঁধে হাত রেখে বললো, 'If you are so confident, go and kiss the World. May be, tomorrow will define your life.'

পরের দিন চিন্টু ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পেল। ও রীতিমতো খোঁড়াচ্ছিলটিমমেটরা হাল ছেড়ে দিয়েছে... দল ক্রমশ নিশ্চিত হারের দিকে এগোচ্ছে... চিন্টু সেঞ্চুরি করে এক উইকেটে ম্যাচটা জিতিয়ে  দিল। খেলা শেষে টিমমেটরা ওকে কাঁধে তুলে নিয়েছে, ও আকাশের দিকে একবার তাকালো... সাদা মেঘ সাঁতরে ওর মা ক্যান্সারে বিদ্ধ কালচে ধূসর শীর্ণ ডান হাতটা বাড়িয়ে দিয়েছে... শেষ পর্যন্ত তা ছুঁয়ে ফেলল চিন্টুর মাথা... মা যেন বলছে, 'তুই খেলে যা বাবা, আমি কিন্তু ওপর থেকে সব দেখেছি...।' ও দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরল। চিন্টুর চোখে তখন অসময়ে বৃষ্টি নেমেছে।

চিন্টু। চেতেশ্বর পূজারা। গ্ল্যামারের রঙিন আলোয় বর্ণময় ভারতীয় ক্রিকেট দলের এক ছকভাঙা সাদা-কালো ব্যক্তিত্ব। ভারতীয় ক্রিকেট, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই) বিশ্ব ক্রিকেটের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। বিসিসিআই পরিচালিত রঙিন, অর্থের খনি  আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকেন সমগ্র ক্রিকেট বিশ্বের নামিদামি ক্রিকেটাররা। আইপিএলের বর্ণিল উৎসবে ব্রাত্য পূজারা। নাহ্, কোনও Franchise বা টিমই পূজারাকে ডাকে না। সত্যি কথা বলতে কী, স্পনসরদের কৃপাদৃষ্টিতে পুষ্ট, ফ্লাডলাইটের মায়াবী আলোয় উদ্ভাসিত সীমিত ওভারের ক্রিকেটপূজারার ওপর কার্যত ছিটকিনি তুলে দিয়েছে।  

বহু মানুষের কাছেই গুজরাত হল দেশের অন্যতম প্রধান শিল্পোন্নত রাজ্য। বিগ মিডিয়ার কথায়, গুজরাত মানেই যেন Vibrant Gujrat। ব্যবসা-বিপণনে প্লাবিত গুজরাত। হয়তো  বা Colourful Dynamism- এর অন্যতম উজ্জ্বল প্রতীক হল গুজরাত। চেতেশ্বর পূজারাও গুজরাতি। ওঁর রাজকোটে জন্ম। প্রথাগত Colourful, Dynamic Modern Gujrat-এর জিন ওঁর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। পূজারার DNA সুপ্রাচীগুজরাতের অনন্য মৌলিকত্বকে সূচিকরে। আপনাদের মনে পড়ছে  গুজরাতের ধোলাভিরা, লাথোলের কথা? যা নির্ভুলভাবেই চিনিয়ে দেয় সুগভীর সিন্ধু সভ্যতার অদম্য সত্তাকে। একবার ভাবুন, গুজরাতেরগিরনার পর্বতের কথা যা হিমালয় পর্বতের চেয়েও প্রাচীন। পর্বতের মতো পূজারার ব্যাটিং ততটাই গ্রানাইট-কঠিন। পল্লবগ্রাহী টি-টোয়েন্টি ক্রিকেট থেকে শত মাইল দূরে থেকে উনি ঘন্টার পর ঘন্টা টেস্ট ক্রিকেটে ব্যাট করে যান। এই ব্যাটিংয়ে T20-র মতো অগুন্তি চার-ছক্কা থাকে না। এ যে ফ্লাডলাইটের মায়াবী আলো, রঙিন, সহজেই নজরকাড়া পোশাক থেকে কয়েক আলোকবর্ষ দূরে থাকা টেস্ট ক্রিকেট। এখানে রঙিন পোশাকের বদলে সাদা পোশাক... টেস্টে রং আনতে গেলে সেটা বাইরে থেকে আনা যাবে না। নিজের performance দিয়ে  আনতে হবে। হ্যাঁ, মূলত টেস্ট ক্রিকেটখেলেন পূজারা। প্রথম দিনে যে পিচে ব্যাট করা সহজ, যে পিচকে মনে হচ্ছে খুব ভালো বন্ধু, টেস্টের চতুর্থ বা পঞ্চম দিনে ওই একই পিচে ব্যাট হাতে দাঁড়ানোই হয়তো দুষ্কর। বিপক্ষ বোলারের বল আচমকা লাফাচ্ছে বা নিচু হয়ে উইকেট ভেঙে দিচ্ছে... কখনও বা বল লাট্টুর মতো ঘুরছে... ব্যাটসম্যান তো রীতিমতো হয়রান হয়ে যাচ্ছে! যে পিচকে সে খুব ভালো বন্ধু ভাবছিল, সেই পিচতো  চরম শত্রুর মতো ব্যবহার করছে! আমাদের জীবনেও কি এইরকম ঘটনা ঘটে না বা ঘটতে পারে না! যাকে আমরা পরম বন্ধু ভাবি, অনেক সময় সেই হয়তো বিশ্বাসঘাতকতা করে! হয়তো সেই আমাদের বিশ্বাসের পিঠে ছুরিটা মারে! বিশ্বাসঘাতকের দাঁতে তখন লেগে রয়েছে দুর্গন্ধ যুক্ত নোংরা হাসি... আমার আপনার জীবনেও কি মুখোশ পরা ভয়ংকর ব্রুটাসের আবির্ভাব ঘটেনি বা ঘটবে না! মানসিক ভাবে রক্তাক্ত হলেও আমাদের লড়াইটা চালিয়ে যেতে হয়, জীবনযুদ্ধ থেকে পালিয়ে গেলে চলে না। কাপুরুষের মতো পালাবার কোনও পথ নেই... সর্বকালের সেরা অন্যতম ক্রিকেট যোদ্ধা তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন  অধিনায়ক স্টিভ ওয়া বলেছেন, 'whether in sports or  life, we cannot retreat. If needed, in case of emergency, we have to retaliate with our indomitable soul... The moment we retreat, our lives will be in a shambles.'

বন্যা খরা সাম্প্রদায়িক দাঙ্গা সন্ত্রাসবাদের  আস্ফালন থেকে নোটবন্দি- এ সব কিছু থেকেই আশ্চর্য রকম মুক্ত পূজারার ব্যাটিং। Grit, intensity, resilience... এই শব্দগুলো বলা এবং লেখা সহজ কাজ, কিন্তু কেউ যদি এগুলোই কঠিন পরিস্থিতিতে সঠিক ভাবে প্রয়োগ করেতাহলে তো তাঁকে সাধুবাদ দিতেই হয়। মাত্র কয়েকদিন আগেই অস্ট্রেলিয়াতে হওয়া অ্যাডিলেড টেস্টের কথা ভাবুন। তুলনামূলক ভাবে কঠিন পিচ পরিস্থিতিতে যখন ভারত, অস্ট্রেলিয়া দুই দলের ব্যাটসম্যানরাই ব্যাট করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, এমনকি কিং কোহলিও সমস্যায় পড়েছেন, পূজারার ব্যাট দুটো ইনিংসেই দাঁড়িয়ে গেল। প্রথম ইনিংসে করলেন অনবদ্য ১২৩ এবং দ্বিতীয় ইনিংসে ৭১। পূজারার ব্যাট চিনের প্রাচীরের মতো ভারতকে অস্ট্রেলীয় বোলারদের ছোঁড়া স্কাড-মিসাইলগুলোর হাত থেকে রক্ষা করল। ১৫ বছর আগে এই অ্যাডিলেডেই রাহুল দ্রাবিড়ের ব্যাট স্থাপন করেছিল দ্রাবিড় সভ্যতার অন্যতম সেরা মনুমেন্ট- যে মনুমেন্টে বৃষ্টিভেজা নরম রোদ্দুর মাখা সকালে লেগে থাকে ময়ূরপঙ্খীর রং। দ্রাবিড়ের ২৩৩ এবং ৭২ ট আউট অবিস্মরণীয় ক্রিকেট লোকগাথার জন্ম দিয়েছে.. সেটা ছিল হাই-স্কোরিং গেম। এই ডিসেম্বর ২০১৮- লো-স্কোরিং গেমে পূজারা নির্মাণ করলেন আর এক নতুন স্থাপত্য কীর্তি। আবার প্রমাণ করলেন উনিই হলেন রাহুল দ্রাবিড়ের যোগ্য উত্তরসূরী।

অ্যাডিলেড অস্ট্রেলিয়াসেই বিরল শহর যেখানে এখনও সুপ্রাচীন ট্রাম চলে। সবচেয়ে বড় কথা, এই অ্যাডিলেডই ব্যাটিং সম্রাট Don Bradman-এর আবাসস্থল ছিল। পূজারার ব্যাটিংয়ে দ্রাবিড়ের সুমহান গ্রানাইট-দৃঢ়  সভ্যতা,  ট্রামের দীর্ঘজীবিতা, Don Bradman-এর ইস্পাত-কঠিন মনঃসংযোগ করার ক্ষমতা- সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং স্টিভ ওয়া, রাহুল দ্রাবিড়ের যথার্থ পূর্বসূরী। এই লেখাতেই স্টিভ ওয়া'র কথা আগেই বলেছি। অসুস্থ শরীরে ব্যাট করছিলেন, বমি করে ফেললেন- জামা নোংরা হয়ে গেল, নিন্দুকেরা পচা,  বিষাক্ত হাসি হাসতে শুরু করলেন... তবু  স্টিভ ব্যাটিং ক্রিজ ছালেন না। স্টিভ খেলছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অ্যামব্রোসের বিষাক্ত বাউন্সারে ডাহাতের অনামিকা থেকে রক্ত ঝরতে লাগল, ভিজে গেল গ্লাভ, এমনকি জামা হয়ে গেল লালচে...  মাঠে ডাক্তার ছুটে এলেন।  ডাক্তারের বক্তব্য পরিষ্কার... এখন আর ব্যাট করা যাবে না, চিকিৎসার প্রয়োজন, খুবই দরকার বিশ্রামের। কিন্তু স্টিভ ওয়া মাঠছাড়লেন না । আবার বাউন্সারে অনামিকাটা আরও থেঁতলে গেল.. গ্লাভস রক্তে ভিজে যাচ্ছে, টেস্টের পিচকে ভীষণরকম খামখেয়ালি বা অচেনা ঠেকছে... নিন্দুকরা  মুখে এবং কলমে শান দিচ্ছে, নির্বাচকরা পেশাদার কশাই-এর মতো ছুরিতে শান দিচ্ছেন স্টিভের আন্তর্জাতিক কেরিয়ারটা টুকরো টুকরো করবেন বলে... তাঁরা চাইছেন স্টিভ আর একবার ব্যর্থ হোক... টেস্টের পাল্টে যাওয়া পিচ, ক্রমাগত বৃদ্ধি পেতে থাকা নিন্দুকের দল, কেরিয়ার শেষ করে দিতে চাওয়া হিমশীতল নির্বাচকরা... ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা যোদ্ধা স্টিভ ওয়া কার্যত নিজের শেষ রক্তবিন্দু দিয়ে দেশকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন..

এই লড়াইটাই  স্টিভের নির্ভুল ব্র্যান্ড। এই রকম লড়াই তো করতেন আমাদের রাহুল দ্রাবিড়...
কিন্তু স্টিভ ২০০৪-এ  অবসর নিয়েছেন। দ্রাবিড় সরে গেছেন ২০১২-য়। কিন্তু চেতেশ্বর পূজারা এখনও বুক চিতিয়ে  লড়ে যাচ্ছেন এবং লড়াই চালিয়ে যাবেন। গ্ল্যামার-সর্বস্ব বিপণনেলাস্যময়ী প্রেমিকা T20 ক্রিকেট থেকে শত হস্ত দূরে টেস্ট ক্রিকেটে.. টেস্ট ক্রিকেট... একাকীত্ব, বিষন্নতা, আচমকা গিরগিটিমতো বদলে যাওয়া পিচ, বিপক্ষের হিংস্র বোলারের দল,... ঝরতে থাকা রক্ত-- তবু লড়াই থেকে একবিন্দুও না সরা- এ তো আমাদের জীবনের  নির্ভুল ছবি...

মেঘের স্রোত ঠেলে ক্যান্সারে পিষে যাওয়া মায়ের হাতটা যেন এখনও নড়ছে... মৃত্যুর গহ্বথেকে মায়ের গলা এখনও শোনা যাচ্ছে, 'চিন্টু, তুই ব্যাট করে যা... আমি কিন্তু তোকে দেখছি বাবা...।' হ্যাঁ, পূজারা এখনও ব্যাট করে যাচ্ছেন... আশেপাশে যেন আর কেউ নেই.. তিনি যেন একা, একদম একা। শেষ প্রজাতি ।


Monday, 13 August 2018

GKCEIT ছাত্র-ছাত্রীদের আবেদন

এই বিপন্ন ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ান
কলকাতায় একাদেমি অফ ফাইন আর্টস'এর সামনে ধর্ণায় বসা ছাত্র-ছাত্রীরা


আমরা কারা -
আমরা মালদা জেলার কেন্দ্রীয় সরকারের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান GKCIET'র সাধারণ ছাত্রছাত্রী।
আমাদের সাথে কী হয়েছে -
(২+২+২) মডিউলার প্যাটার্নে ৬ বছর পড়বার পর জানতে পারলাম আমাদেরকে দেওয়া সার্টিফিকেটটি চাকরি ক্ষেত্রে বা উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করার যোগ্যই নয়, অর্থাৎ অবৈধ।
তাহলে আমরা এখন কোন জায়গায়?? -
৬টি বছর, অগুন্তি টাকা ও ঘামঝরানো পরিশ্রম নষ্ট করে আমরা এখন কার্যত মাধ্যমিক পাশ করা ৮০০ জন ছাত্র-ছাত্রী, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত।
আমাদের কী দোষ?? -
আমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর ওপর অন্ধ বিশ্বাস রেখেছিলাম। উল্লেখ্য, GKCIET'র উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।
আমাদের মূল দাবী কী কী?? -
১) ন্যায্য বৈধ সার্টিফিকেট চাই।
২) বিটেক'এর দ্বিতীয় বর্ষে কলেজেই ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে যোগ্য ছাত্রছাত্রীদের ভর্তি নিতে হবে।
আমরা আমাদের দাবি আদায়ের জন্য কী কী পদক্ষেপ নিয়েছি -
আমরা আমাদের দাবি আদায়ের জন্য GKCIET কর্তৃপক্ষ, MHRD, NIT দুর্গাপূর কর্তৃপক্ষ, MAKAUT কর্তৃপক্ষ, UGC'র আঞ্চলিক কার্যালয় (কলকাতা) ও শেষত রাজ্যপালের দোরে ঘুরেছি। শুধু তাইই নয়, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও গেছি।
আমরা কীভাবে পদক্ষেপ নিয়েছি?? -
চিঠি পাঠানো, অবস্থান, অনশন, মিছিল, প্রতীকী রেল ও পথ অবরোধ ইত্যাদি আমাদের করতে হয়েছে।
আমরা কী পেয়েছি?? -
শুধু আশ্বাস আর আশ্বাস। আর, পুলিশের লাঠি, কর্তৃপক্ষের চোখ রাঙানি উপেক্ষা ও অমানবিক আচরণ এবং জেলা প্রশাসনের ভুয়ো প্রতিশ্রুতি। আন্দোলন করার কারণে কতবার যে হসপিটালে ভর্তি হতে হয়েছে, তার ইয়ত্তা নেই। এত কিছু সত্ত্বেও আমাদের সাহস যুগিয়েছে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন।
আমরা এখন কোথায়?? -
আমাদের কিছু বন্ধু মালদাতেই এখন অনশন-অবস্থান করছে এবং অন্যদিকে কিছু বন্ধু কলকাতায় এসেছে দাবি ছিনিয়ে নেওয়ার লড়াই লড়তে।
আমাদের এই মুহূর্তের স্লোগান -
হয় বৈধ সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরব, নয় আমাদের লাশ ফিরবে
---------------------------
সরকার, প্রশাসন, আইনের প্রতি আমাদের আর আস্থা নেই। আমরা আমাদের ন্যায্য লড়াই লড়ে যেতে চাই আপনার সক্রিয় সমর্থনের ওপর দাঁড়িয়ে। ছেলে-মেয়ে বা ভাই-বোনের মত এই ৮০০ ছাত্রছাত্রীর পাশে সমাজের একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে পাশে চাই।

সৌজন্যঃ অর্ণব ঘোষ।

Tuesday, 7 August 2018

বাংলাদেশঃ রাস্তা বন্ধ

রাষ্ট্র মেরামত হচ্ছে
রাণু ঘোষ

'কী ছিলেন মুজিব ? বীর ? প্রতারক ? অনমনীয় একগুঁয়ে উচ্চাকাঙ্খী, চরম ক্ষমতালোভী একজন একনায়ক ? একটা জবাব টেনে বের করে আনতে না পারলে বাংলার ভাবী ইতিহাসের পরিরেখাটি স্পষ্ট হয়ে উঠবে না। বারংবার শেখ মুজিবের ঐতিহাসিক ভূমিকাটি অনির্ণীত থেকে যাচ্ছে বলেই বাংলার, বাঙালি জাতির, ইতিহাসের পরিক্রমণ পথটি ক্রমাগত ঝাপসা, অস্পষ্ট এবং কুয়াশাচ্ছন্ন হয়ে উঠছে। এই ঐতিহাসিক অলাতচক্র যার মধ্যে দিনের আলোতে সবাই পথ হারায়, রাতে রাতকানা হয়ে থাকে। তবে ভেতর থেকে কেটে চিরে সামনে চলার পাথেয় স্বরূপ একটা অবলম্বন অবশ্যই খাড়া করতে হবে।....' -- আহমদ ছফা, ‘শেখ মুজিবর রহমান’।

এ তো গেল মুজিব প্রসঙ্গ। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ন্যাপ, ছাত্র ইউনিয়ন, সিপিবি’র ভূমিকার কথাও কেউ তোলেন না। লিবারালের মুখোশ পরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনকে যেভাবে ছুরি মেরেছে তার ভোগান্তি স্বরূপ বাঙালি ছাত্র সমাজ যদি উগ্রতাও দেখিয়ে থাকে তবে তাদের দাবি সম্পূর্ণ উপড়ে ফেলা মুশকিল হবে সরকারের পক্ষে। আবার দুই বাংলার মানুষ‌ই আগে বিএনপি জামাতকেই গাল দিত, আওয়ামী লীগের লাগামছাড়া স্বৈরাচার হয় নজর এড়িয়ে যেত অথবা তাকে ঢেকে রাখত মুক্তিযুদ্ধের সুবিশাল ছায়া । মুক্তিযুদ্ধ কি লীগের সম্পত্তি? স্বাধীন বাংলাদেশ কি শেখ মুজিবের একার কৃতিত্ব? তাছাড়া মওলানা ভাসানী এবং কৃষক সমিতিগুলো নিয়েও তো তেমন কথা উঠল না! কোথায় গেল 'লাল মওলানা'র দল? একাত্তরের ইতিহাসে মতিউল-কাদের-আওলাদ হোসেন- আবদুল কাইয়ুম-সিরাজ শিকদার-ক্রাচের কর্ণেল তাহের-শহীদ রাজুর মূর্তির সামনে নতজানু হন কতজন বাঙালি? বাংলাদেশের ইতিহাস টেনে বারবার বিকৃত করেন যাঁরা, তাঁদের জবানীতে লাগাম দেন না কেউ?

গত ২৯ জুলাই শুরু হওয়া শিশু-কিশোর-সর্বোপরি ছাত্র পরিচালিত আন্দোলনে স্লোগান উঠেছে-

'যদি তুমি ভয় পাও
তবে তুমি শেষ,
যদি তুমি রুখে দাঁড়াও
তুমিই বাংলাদেশ।'

হ্যাঁ, ওরা তো ইতিহাসই তৈরি করছে। আওয়ামী লীগের প্রবল প্রতাপশালী মন্ত্রী তোয়াফেল আহমেদ শাহবাগের কাছে উল্টো রুট ধরে গাড়ি নিয়ে গেলে শিক্ষার্থীরা জানায় ‘আইন সবার জন্য সমান’, তিনি গাড়ি ঘোরাতে বাধ্য হন। ঢাকা শহরের বিশাল অংশ এখন স্কুল-কলেজের পড়ুয়ার দখলে। অভিভাবকরাও সমর্থন করছেন, পরোক্ষে যোগ দিচ্ছেন আন্দোলনে। এদের জয় কে আটকাবে ! বঙ্গবন্ধু তো নিজেই বলেছিলেন বাঙালিকে দাবায়ে রাখা সম্ভব হবে না ... যদিও ছাত্র আন্দোলন মিডিয়া কভারেজ পাচ্ছে না, কখনও ইন্টারনেটের গতি ২জি তো কখনও পুরো বন্ধ। ছাত্র লীগের পাশাপাশি পুলিশকেও লেলিয়ে দেওয়া হয়েছে। এরপর যদি আতঙ্কে, উৎকণ্ঠায় গুজব ছড়ায় তার দায় কার ? সরকারের নয় ? একবিংশের ছাত্রছাত্রীর এই আন্দোলন অহিংস, ডায়নামিক ও আধুনিক পন্থায় পরিচালিত হচ্ছে বলেই মনে করি।

ঢাকার ধানমণ্ডি থেকে জিগাতলা, এলিফ্যান্ট রোড থেকে সায়েন্স ল্যাব, শাহবাগ থেকে উত্তরা অবধি এখন হাজারো ছাত্রছাত্রীর মিছিলের ধ্বনি। পোস্টারে লেখা আছে, 'নিরাপদ সড়ক চাই; আশ্বাস নয়, দ্রুত সুষ্ঠু কার্যক্রম সচক্ষে দেখতে চাই', 'সন্ত্রাসী ছাত্র লীগের বিচার চাই এবং প্রশাসন থেকে তাদের কার্যকলাপের সুষ্ঠু নিয়ন্ত্রণ চাই'। নির্মম পেটোয়া পুলিশবাহিনী কি এদের আটকাতে পারবে ! বাচ্চাদের দাবি ছিল ৯ দফা, যেগুলো আমি বাংলাদেশের‌ই একজন ছাত্র আহমদ ফয়জলের থেকে পেয়েছি :

১) বেপরোয়া চালককে ফাঁসি দিতে হবে এবং এই শাস্তি সংবিধানে সংযোজন করতে হবে।

২) নৌপরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৩) শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা নিতে হবে।

৪) প্রত্যেক সড়কের দুর্ঘটনা প্রবণ এলাকায় স্পিড ব্রেকার দিতে হবে।

৫) সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে।

৬) শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের বাসে তুলতে হবে।

৭) শুধু ঢাকা নয়, সারা দেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।

৮) রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধ করতে হবে।

৯) বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।

ছাত্র ফয়জলের থেকে আরও অনেক কিছু জানা গেল। দেশের নৌপরিবহণমন্ত্রী শাহজাহান খান একই সাথে আবার পরিবহন শ্রমিক সমিতির প্রধান। তিনি নানা ভাবে এই আন্দোলন প্রভাবিত করতে চাইছেন। এমনও বলেছেন 'ইন্ডিয়ায় ৩৩ জন মারা গেলেও কিছু হয় না আমাদের এখানে মাত্র দুইজন মারা গেলে এত কথা কেন?' অন‍্যদিকে শিক্ষক বা স্কুল প্রশাসন কেউ সাহায্য করছে না বরং তারা নানাপ্রকার ভয়ভীতি প্রদর্শন করছে ছাত্রদের। দুই একটা স্কুল অবশ‍্য এর ব্যতিক্রম। জিগাতলায় যেখানে সংঘর্ষ হয়েছে তার পাশেই বিজিবি হেডকোয়ার্টার। বিজিবির দু'টি কলেজ আছে। ছাত্ররা সেই কলেজের প্রিন্সিপালকে ফোন করে কান্নাকাটি করেছে। বলছিল যে বিজিবি যেন গেট খুলে তাদের আশ্রয় দেয় কিন্তু প্রিন্সিপাল বলেছেন তাঁদের কিছুই করার নেই। সখেদে ফয়জল জানায় বাচ্চাদের সাহায্য করছে না কেউ। তবে আন্দোলনে যে অনেক বাচ্চাই আহত হবে তা নিশ্চিত। কিন্তু তার প্রকৃত সংখ্যা আমরা কতখানি জানতে পারব শেষ অবধি, জানা নেই, কারণ খবর পাওয়ার মাধ্যমগুলোকে নিষ্ক্রিয় করার জন্য সরকার যোগাযোগ মাধ্যমগুলোকে আগেই অকেজো করে রাখছে। যে সমস্ত সংগঠন এগিয়ে আসছে, তারা কমবেশি দুর্নীতিগ্ৰস্ত। ৬ অগস্ট ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে ব্যাপক হামলা করেছে ছাত্র ও যুব লীগ। ওরা ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় আছে বলে জেনেছি। উল্লেখ্য, বাংলাদেশের একাংশ বলছেন সড়ক দুর্ঘটনা সেখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা, দেশের সর্বস্তরের মানুষই এর প্রতিকার চায়। কিন্তু একটা মহল এটাকেও রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চাইছে। তারা ঘরে-বাইরে এটাকে সরকার পতনের ইস্যুতে পরিণত করতে ব্যতিব্যস্ত। এবং জামাত বিএনপি’ই নাকি সেই চক্র।

তবে আন্দোলন চলাকালীন BAL Secretary মৌখিক আশ্বাস দিয়েছেন প্রেস ব্রিফিং'য়ে। তবে ছাত্ররা তার রূপায়ন না দেখে আন্দোলন বন্ধ করবে এমন আশা নেই। ছাত্রপক্ষ থেকে এই ঐতিহাসিক আন্দোলনের গতি যে কতদূর পর্যন্ত বিস্তার পাবে এবং তার গোড়ার শিকড়ই বা কতদূর গেছে তা বুঝতে হলে বাংলাদেশের রক্তের ইতিহাস জানতে লাগে বৈকি। রাজনৈতিক ব্যাখ্যার সঙ্গে ওই পিচ্চিগুলোর শক্তি জানাও জরুরি। আখতারুজ্জামান ইলিয়াস ‘চিলেকোঠার সেপাই’এও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দেখিয়েছিলেন ওদের ক্ষমতা কতখানি। ওরা যেমন আইয়ুব-মোনেমকে গুঁড়িয়ে ফেলতে পারে, তেমন হাজারো অন্যায়ের বিরুদ্ধে ওরা আজন্ম লড়ে যেতেও পারে।

বাংলাদেশের বুদ্ধিজীবীমহলও দেখছি এর সমর্থনে :

১) 'দীর্ঘদিনের ক্ষোভ থেকে শিশুরা-শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। এর আগেও সড়কে শিক্ষার্থী মারা গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, পরিবহন খাতে মানুষ হত্যা করা হচ্ছে। এবং সেই হত্যাকাণ্ডকে সরকার আমলে নিচ্ছে না। আগের অনেক ঘটনার বিচার না হওয়ায় এখনকার ঘটনাগুলো ঘটছে।
শিক্ষার্থীরা আন্দোলনে নামলে পুলিশ তাদের লাঠিপেটা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, পুলিশ ছাত্রীদের গায়ে হাত দিয়েছে। এগুলো ক্ষোভের জন্ম দিয়েছে। এ ছাড়া শিক্ষার্থীরা দেখেছে, রাষ্ট্রের দায়িত্বশীল মানুষ ঠিকমতো দায়িত্ব পালন না করে মৃত্যুর ঘটনায় হেসেছেন। শিশুরা বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা ক্ষুব্ধ হয়েছে।' – আন্দোলন সম্পর্কে বললেন ইলিয়াস কাঞ্চন ( প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, 'নিরাপদ সড়ক চাই' )।

২) 'ছাত্রদের প্রতিবাদের ধরন সম্পর্কে সমালোচনা থাকতে পারে, কিন্তু এর কারণ সম্পর্কে আমি সম্পূর্ণ একমত; এর কারণ ন্যায্য বলে মনে করি। সড়কপথে যে নৈরাজ্য চলছে, তা অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ হওয়া দরকার। যে সব সন্তানের প্রাণ ঝরে গেছে, তার জন্য আমি গভীর শোক অনুভব করি। এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানাই।' -- ‘প্রথম আলো’কে জানিয়েছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

৩) শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বললেন -- 'সড়ক নিরাপদ নেই। যাত্রী মেরে পানিতে ফেলে দেওয়া হচ্ছে। সর্বশেষ দুজন শিক্ষার্থীকে বাস চাপা দিল। সড়ক নিরাপদ ছিল না এই বিষয়টি অনেক দিন চাপা পড়ে ছিল। শিক্ষার্থীরা সবার সামনে নিয়ে এসেছে। দুর্ঘটনার খবরে মন্ত্রীরা যখন মুখে হাসি এনে কথা বলেন, তখন এটা পরিষ্কার হয় যে রাষ্ট্র ও সমাজব্যবস্থায় কোনো জবাবদিহি নেই। জবাবদিহি নেই পুলিশেরও। পুলিশের সদস্যরা তাঁদের দায়িত্ব ঠিকভাবে পালন করেন না। অন্যদিকে দুর্ঘটনায় পুলিশের আয় বাড়ে। রাষ্ট্র ও পুলিশের জবাবদিহি না থাকার প্রভাব পড়ে চালকের ওপর। একসময় শ্রমিকনেতা মালিক হয়। এখন মালিকেরাই রাষ্ট্রক্ষমতায়। অদক্ষতা ও নৈরাজ্য জায়গা করে নিয়েছে সবখানে। শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্য দিয়ে বাস্তবতা উন্মোচিত হয়েছে। ছেলেমেয়েরা নিঃস্বার্থভাবে পথে নেমেছে। তাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। তাদের মুনাফার কোনো লোভ নেই। তারা দেখিয়েছে, মানুষের মধ্যে অনেক শক্তি আছে, তারা অনেক কিছু করতে পারে। দেশের মানুষের এই শক্তিকে সব সময় চাপা দিয়ে বা দমিয়ে রাখা যায় না। সড়কে ট্রাফিক বাতি কোনো কাজে লাগে না, এই অভিজ্ঞতা নগরবাসীর আছে। আবার শিক্ষার্থীরা দেখিয়েছে, সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব। পরিস্থিতির উন্নতি করার মূল দায়িত্ব সরকারের। সরকারের সঙ্গে মালিকের সম্পর্ক আছে। আর মালিকের আশকারা আর উসকানিতে চালকেরা বেপরোয়া হয়ে ওঠে। সরকারের উচিত মালিকদের জবাবদিহির আওতায় আনা। তাহলে চালকও নিয়ন্ত্রণের মধ্যে আসবে। একমাত্র জবাবদিহিই পারে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে।'

এদিকে গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে ক্লাসে ফেরার ডাক দিয়েছে। কিন্তু অন‍্যদিকে শাহবাগে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর নির্বিচারে লাঠি ও কাঁদানে গ‍্যাস প্রয়োগ করা হয়েছে। এই ডামাডোলের মধ‍্যেই গত রোববার রাতে দেশের ভাবমূর্তিতে চুনকালি লাগানোর অপরাধে প্রখ‍্যাত বর্ষীয়ান ফোটোগ্ৰাফার শহিদুল ইসলাম ৭ দিনের জন‍্য গ্ৰেফতার হয়েছেন।

হ্যাঁ, এটা ঠিকই দেশে পারিবারিক বলয়ে নারী ফতোয়ার শিকার হচ্ছে, প্রকাশ্যে বাড়ছে বোরখার ব্যবহার, ক্ষুদ্র ঋণের নামে সর্বস্বান্ত হচ্ছে গরিব মানুষ, বিশ্বায়নের জোয়ারে প্রকৃতি থেকে উধাও হয়েছে জীব বৈচিত্র্য, কোমল শিশুমন নিপীড়িত হয়ে চলেছে, ইন্টারনেটের যৌনজগতে অবাধ বিচরণশীল তরুণ-তরুণীরা। কিন্তু লুম্পেনশ্রেণি যতই শক্তিশালী হয়ে উঠুক একগোছা তারুণ্য ওদের উড়িয়ে পুড়িয়ে লুটিয়ে দিতে পারে। কারণ এই শিশু-কিশোর-তরুণরাই বুকে পুষে রাখে যথার্থ বিচারের আকাঙ্ক্ষা। ওরাই তো নতুন এক আধুনিক বিজ্ঞানধর্মী বাংলাদেশের স্বপ্ন। ওরাই বুঝিয়ে দেয় বাংলাদেশ কোনও 'মনোরম মনোটোনাস'-দেশ নয়, যেখানে চা পানের নেমন্তন্ন প্রশ্রয় দেয় অন্যায়কে।

অন‍্যদিকে এই আন্দোলনে শিক্ষার্থীদের ভীড়ে সংযোজন ঘটেছে রাজনৈতিক দলের, অন্তত দেশের নেতা-মন্ত্রীরা তাই বলে যাচ্ছেন ('প্রথম আলো'র তথ্য অনুসারে)। আগেই বলেছি যোগাযোগ বিচ্ছিন্নতার ক্ষোভ থেকে যদি এখন গুজব ছড়ায় তার দায় নিশ্চয় দেশের সরকারের, দেশের শান্তি রক্ষার দায় সাধারণ মানুষেরও, কিন্তু সুগঠিত নেতৃত্ব, সুষ্ঠু পরিকাঠামো ছাড়া দেশ তো অরাজকতার নামান্তর। ব্যক্তি বা রাজনৈতিক স্বার্থে সরকার কী দায় এড়াচ্ছেন না? কী তাদের ভূমিকা তারা কী জানেন না? খবর-উড়োখবরের জালে আমরা বোধহয় এখন‌ও জানি না আদতে যে 'কোমলমতি'রা আন্দোলন শুরু করেছিল, আন্দোলনে এখন রয়েছে তার কতটুকু, আর কতটুকু দলীয় !

ইতোমধ্যে দেখছি কার্টুন মুভমেন্ট তৈরি হয়েছে ‘Government violence in Bangladesh'-এর ছাত্র আন্দোলনের ভিত্তিতে। গতরাতে মোহাম্মদপুরের রিং রোড টোকিও স্কোয়ারে আন্দোলন ছিল শান্তিপূর্ণ মোমবাতি মিছিলের আধারে, হ্যাঁ, ওরা রাতেও বেরিয়েছে। হ্যাঁ, ওরা আরও এগিয়ে যাবে বহু বহুদূর অবধি। এই বাংলা’র ধার ঘেঁষে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ও দাবি তুলেছে ‘নিরাপদ সড়ক না নিরাপদ জীবন চাই’ – এই দাবিই তো চিরকালের ... চিরকালের মানুষ তো এভাবেই উঠে দাঁড়াতে পারে, ছুঁয়ে ফেলে আকাশ, মানুষ বড় রতন যে, যার আরেক মাত্রা পিচ্চিগুলো, যার আরেক মাত্রা ছাত্রসমাজ।